বিজয় হাজারে ট্রফিতে খেলে কত টাকা পাবেন রোহিত-কোহলি? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Rohit Sharma: বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬ শুরু হবে ২৪ ডিসেম্বর থেকে। লিগ পর্ব চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত, এরপর নকআউট ম্যাচ হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি।
advertisement
1/5

বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬ শুরু হবে ২৪ ডিসেম্বর থেকে। লিগ পর্ব চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত, এরপর নকআউট ম্যাচ হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি। টেস্ট ও টি২০ থেকে অবসর নেওয়ার পর রোহিত ও কোহলি এখন কেবল ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটেই মনোযোগ দিচ্ছেন।
advertisement
2/5
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ওয়ানডে সিরিজের আগে এই টুর্নামেন্টটিকে গুরুত্বপূর্ণ ম্যাচ প্র্যাকটিস হিসেবে দেখছেন তারা। তবে বিরাট কোহলি ও রোহিত শর্মা বিজয় হাজারে ট্রফিতে ম্যাচ খেলে কত টাকা পাবেন, তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের।
advertisement
3/5
বিজয় হাজারে ট্রফিতে খেলোয়াড়রা তাঁদের আগের লিস্ট এ অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি ম্যাচ ফি পান। ৪১ বা তার বেশি লিস্ট এ ম্যাচ খেলা খেলোয়াড়রা প্রতি ম্যাচে ৬০,০০০ টাকা, ২১–৪০ ম্যাচ খেলা খেলোয়াড়রা ৫০,০০০ টাকা এবং ০–২০ ম্যাচ খেলা খেলোয়াড়রা ৪০,০০০ টাকা পান। রিজার্ভ খেলোয়াড়রা এই অঙ্কগুলোর অর্ধেক পারিশ্রমিক পান।
advertisement
4/5
বিরাট কোহলি ৪০টির বেশি ম্যাচ খেলেছেন, তাই তিনি প্রতি ম্যাচে ৬০,০০০ টাকা পাবেন। দিল্লির হয়ে তিনি তিনটি ম্যাচ খেলতে পারেন, ফলে বিজয় হাজারে ট্রফিতে তিনি মোট ১.৮০ লক্ষ টাকা উপার্জন করতে পারেন।
advertisement
5/5
রোহিত শর্মার ক্ষেত্রেও প্রতি ম্যাচ ফি বিরাটের সমান হবে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মুম্বাইয়ের হয়ে দুইটি ম্যাচ খেলতে পারেন, ফলে এই প্রতিযোগিতায় তিনি ১.২০ লক্ষ টাকা উপার্জন করতে পারেন।