সংবাদ সংস্থা ANI প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে কোহলি ভগবান শিবের সামনে নতজানু হন। তিনি নিয়ম মেনে পূজো দেন এবং কপালে ঐতিহ্যবাহী টিকা গ্রহণ করেন। পূজা শেষ হওয়ার পর নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁকে মন্দির চত্বর থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এই সময় মন্দির চত্বরে ভক্তদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
advertisement
মন্দির থেকে বেরোনোর পথে বহু ভক্ত কোহলির সঙ্গে সেলফি তুলতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে তিনি কারও অনুরোধ রাখতে পারেননি। দ্রুত নিজের গাড়ির দিকে এগিয়ে যান তিনি। তবে যাওয়ার মুহূর্তে পেছন থেকে ভেসে আসা “জয় শিব” ধ্বনিতে সাড়া দিয়ে কোহলিও একইভাবে “জয় শিব” বলে ভগবান শিবের প্রতি শ্রদ্ধা জানান। অন্য একটি ভিডিওতে দেখা যায়, সতীর্থ কুলদীপ যাদবের সঙ্গে তিনি আরতিতেও অংশ নেন।
এই মন্দির দর্শন আবারও বিরাট কোহলির আধ্যাত্মিক মানসিকতার পরিচয় দেয়। গত কয়েক বছরে তাঁর মধ্যে যে শান্ত ও স্থির মানসিকতা দেখা যাচ্ছে, তার প্রভাব স্পষ্টভাবে পড়েছে মাঠের পারফরম্যান্সেও। মানসিকভাবে দৃঢ় অবস্থানে থেকে কোহলি এখন আরও স্পষ্ট লক্ষ্য ও আত্মবিশ্বাস নিয়ে নিজের খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যা ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে ইতিবাচক বার্তা।
