নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মার কিছুটা ধীর ব্যাটিং নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ভারতের সহকারি কোচ বলেন, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ রোহিতের ‘টাচ’ নির্ভর ব্যাটিংয়ের জন্য উপযুক্ত ছিল না। পাশাপাশি তিনি জানান, সিরিজের আগে রোহিত পর্যাপ্ত ক্রিকেট খেলেননি। এই মন্তব্যই রোহিত ভক্তদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি করে, কারণ অনেকে এটিকে রোহিতের টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া নিয়ে কটাক্ষ হিসেবে দেখেন।
advertisement
এ বিষয়ে পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, “সব রকম সম্মান রেখেই আমি রায়ান টেন দুশখাতেকে বলতে চাই, সে চার বছর কেকেআরে আমার সঙ্গে ছিল। নিঃসন্দেহে সে খুব ভালো মানুষ, কিন্তু যে ধরনের মন্তব্য সে করেছে, তাতে আমার মনে হয় তার আগে আরও ভাবা উচিত ছিল। সে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্স যদি দেখেন, সম্পূর্ণ সম্মান রেখেই বলছি, তা রোহিত তার কেরিয়ারে যা অর্জন করেছে তার ৫ শতাংশও নয়—শুধু একজন ব্যাটার হিসেবে নয়, একজন অধিনায়ক হিসেবেও।”
শুধু রোহিতই নন, নিতীশ কুমার রেড্ডিকে নিয়েও টেন দুশখাতের খোলামেলা মন্তব্যে আপত্তি জানিয়েছেন তিওয়ারি। তাঁর মতে, দলের ম্যানেজমেন্টে থেকে খেলোয়াড়দের প্রকাশ্যে সমালোচনা করলে তা তাঁদের মনোবল ভেঙে দেয়। চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এনে দেওয়া অধিনায়ককে নিয়ে এমন মন্তব্য একেবারেই অনুচিত বলেই মনে করছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
