TRENDING:

Sourav Ganguly's Niece Sneha's Christian Marriage Photo: বছর ঘুরল সৌরভের ভাইঝির বিয়ের, সামনে এল চমকে দেওয়া ক্রিশ্চান বিয়ের ফটো, সৌরভের কমেন্ট ভাইরাল

Last Updated:
Sourav Ganguly's Niece Sneha's Christian Marriage Photo: মার্কিন যুক্তরাষ্ট্রের একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দুজনে। গাঙ্গুলি বাড়ির জামাই এখন থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গেইথার্সবার্গ।
advertisement
1/7
বছর ঘুরল সৌরভের ভাইঝির বিয়ের, সামনে এল চমক ক্রিশ্চান বিয়ের ফটো, সৌরভের কমেন্ট ভাইরাল
কলকাতা: আগেই জানা গিয়েছিল স্নেহা গঙ্গোপাধ্যায় অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাইঝি বিয়ে করেছিলেন৷  তাঁর স্বামীর নাম নিখিল ক্ষীরসাগার৷ তিনি ও তাঁর স্বামী থাকেন মার্কিন মুলুকে৷  এর আগে তাঁর কলকাতার বিয়ের আসরের ফটো সকলেই দেখেছিলেন৷ এবার স্নেহা নিজের ক্রিশ্চান মতে বিয়ের ফটোও আপলোড করলেন৷
advertisement
2/7
এদিকে ভাইঝির ফটো সামনে আসতেই সেখানে কাকা কমেন্ট করলেন তাঁদের ছবিতে৷ গত বছর কলকাতায় এসে ছিমছাম বিয়ে সেরেছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় কন্যা। বিয়ের এক বছর পার। বিবাহবার্ষিকীতে পোস্ট শেয়ার করেছেন স্নেহা। আর সেখানেই মজার ও ভালবাসায় ভরা মন্তব্য করে সবার নজর কেড়ে নিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
3/7
বিয়ে এক বছরের হলেও চার বছরের তাঁদের সম্পর্ক জানিয়েছেন স্নেহা৷  স্বামী নিখিল ক্ষীরসাগারের সঙ্গে কাটানো নানান সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন স্নেহা। ছবির ক্যাপশনে স্বামীর প্রতি তাঁর গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। দীর্ঘ পথ চলায় নিখিল কীভাবে তাঁর পাশে থেকেছেন, সেই কথাই উঠে এসেছে তাঁর লেখনীতে। একইসঙ্গে নিজেদের খ্রিস্টান বিয়ের অদেখা ছবিও ভাগ করে নিয়েছেন স্নেহা। সেখানে দুধ সাদা গাউনে ঝলমলে স্নেহাশিস-মম কন্যা। পাশে স্য়ুট-ব্যুটে হ্যান্ডসাম নিখিল। নিজেদের হিন্দু বিয়ের ছবি, বিচ-ভ্য়াকেশন, হ্য়ালোউন উদযাপন থেকে পোষ্যপ্রেম- সবই ধরা পড়েছে স্নেহার পোস্টে।
advertisement
4/7
স্নেহা ছবি শেয়ার করে লেখেন, ‘গত চার বছর ধরে তোমার দাড়ি গজাতে দেখাটা আমার কাছে পুরস্কার পাওয়ার সমান। শুভ বিবাহবার্ষিকী আমার সেরা বন্ধু, ব্য়ক্তিগত শেফ, স্থানীয় গার্জেন এবং প্রোর্টেবল এনসাইক্লোপিডিয়া’।
advertisement
5/7
কাকা সৌরভের মন্তব্য: স্নেহার এই পোস্টে সবথেকে বেশি নজর কেড়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য। তিনি লেখেন, ‘তোমাদের অনেক ভালবাসি। একই প্লেটে অনেকগুলো বার্গার৷’
advertisement
6/7
আসলে বাড়ির দুই মেয়েই এই মুহূর্তে বাইরে৷ সানা চাকরিসূত্রে লন্ডনে অন্যদিকে স্নেহা আমেরিকায়, তাই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাকটিভ এখন গঙ্গোপাধ্যায় পরিবারের সকলেই৷
advertisement
7/7
মার্কিন যুক্তরাষ্ট্রের একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দুজনে। গাঙ্গুলি বাড়ির জামাই এখন থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গেইথার্সবার্গ। সেখানেই চাকরিরত স্নেহা এবং নিখিল। সান দিয়াগোতে মাস্টার্স ডিগ্রি করবার সময় প্রথম বছরেই আলাপ নিখিল ও স্নেহার। নিখিল বিজ্ঞনী। বর্তমানে Hememics Biotechnologies, Inc. চাকরি করছেন তিনি। স্নেহাও পেশায় বিজ্ঞানী। AstraZeneca নামক এক কোম্পানিতে গবেষণা করছেন তিনি। বায়োটেকনোলজির জন্যই বিখ্যাত মেরিল্যান্ডের গাইথার্সবার্গ। সেখানেই সংসার পেতেছেন দুজনে।
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav Ganguly's Niece Sneha's Christian Marriage Photo: বছর ঘুরল সৌরভের ভাইঝির বিয়ের, সামনে এল চমকে দেওয়া ক্রিশ্চান বিয়ের ফটো, সৌরভের কমেন্ট ভাইরাল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল