Shubman Gill: গিলকে অধিনায়ক করা বড় ভুল? ৩টি কারণে ফল ভুগতে হতে পারে ভারতীয় দলকে!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shubman Gill: আসুন দেখা যাক তিনটি কারণ, কেন রোহিত শর্মার জায়গায় শুভমান গিলকে ভারতের ওয়ানডে অধিনায়ক করা ভুল সিদ্ধান্ত হতে পারে।
advertisement
1/6

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বড় সিদ্ধান্ত নিয়েছে। রোহিত শর্মার পরিবর্তে তরুণ ব্যাটসম্যান শুভমান গিলকে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে রোহিত এবং বিরাট কোহলি—যারা দু’জনেই ভারতের প্রাক্তন অধিনায়ক—তারা গিলের অধিনায়কত্বে খেলবেন।
advertisement
2/6
তিন ম্যাচের সিরিজে শ্রেয়স আইয়ারকে করা হয়েছে সহ-অধিনায়ক। বিশ্বকাপের ঠিক আগে এমন পরিবর্তনকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। এই প্রসঙ্গে আসুন দেখা যাক তিনটি কারণ, কেন রোহিত শর্মার জায়গায় শুভমান গিলকে ভারতের ওয়ানডে অধিনায়ক করা ভুল সিদ্ধান্ত হতে পারে।
advertisement
3/6
প্রথমত, নেতৃত্বের অতিরিক্ত চাপ শুভমান গিলের মতো তরুণ খেলোয়াড়ের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি ইতিমধ্যেই টেস্ট দলের অধিনায়ক হিসেবে কাজ করছেন, এখন তাকে ওয়ানডে দায়িত্বও দেওয়া হলো। দুই ভিন্ন ফরম্যাটে অধিনায়কত্ব সামলানো যে কোনো খেলোয়াড়ের জন্য চ্যালেঞ্জিং। গিলের ক্রিকেটীয় উন্নতির পথে এই চাপ বাধা হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ।
advertisement
4/6
দ্বিতীয়ত, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গিল ভারতের টপ অর্ডারের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। একইসঙ্গে তিন ফরম্যাটেই অধিনায়ক হওয়ায় তার কাঁধে অত্যধিক চাপ পড়ছে। বিশ্রামের সুযোগ না পেলে তার ফর্ম এবং ফিটনেস—দুই-ই ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত ব্যবহার ভবিষ্যতে একজন প্রতিভাবান খেলোয়াড়কে দ্রুত ক্লান্ত করে তুলতে পারে।
advertisement
5/6
তৃতীয়ত, বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে গিল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও অধিনায়ক থাকবেন। অথচ এখনো সেই টুর্নামেন্টে প্রায় দুই বছরের বেশি সময় বাকি। এই সময়ের মধ্যে অনেক কিছু পরিবর্তিত হতে পারে—খেলোয়াড়দের ফর্ম, ফিটনেস কিংবা দলে নতুন প্রতিভার আবির্ভাব। ফলে এত আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াকে অনেকে বাড়াবাড়ি মনে করছেন।
advertisement
6/6
সবশেষে, বোর্ডের এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতের দিকে তাকিয়ে দল গঠন শুরু হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়—ভারতীয় দল কি এই সিদ্ধান্তে একটু বেশিই তাড়াহুড়ো করে ফেলেছে? অধিনায়কত্বের ভার দিতে গিয়ে একজন সম্ভাবনাময় খেলোয়াড়ের ব্যাটিং ধারাবাহিকতায় প্রভাব পড়লে তার খেসারত গোটা দলকেই দিতে হতে পারে। ভবিষ্যতই বলবে, এই সিদ্ধান্ত সঠিক ছিল না ভুল।