মেসির ভারত সফরের দ্বিতীয় দিনে আট বার ব্যালন ডি’অর পাওয়া মেসিকে ক্রিকেটের সুপারস্টার সচিন তেন্ডুলকরকেও দেখা যায়। বছর ৩৮-এর এই ফুটবল তারকা আজ সকালেই মুম্বইতে এসে পৌঁছান। আর ফুটবলের জাদুকর লিওনেল মেসির ভারত সফরের দ্বিতীয় দিনে রবিবার যাতে কোনও বিশৃঙ্খলা না হয় সেই জন্য নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা শহর। রবিবার, বাণিজ্যনগরীতে পা রাখেন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি।
advertisement
আরও পড়ুন: কলকাতায় চূড়ান্ত বিশৃঙ্খলা! আজ মুম্বইতে মেসি! নিরাপত্তা কেমন? শুনলে অবাক হবেন!
দুপুর নাগাদ দেখা যায় ‘বিশ্বকাপ স্তরের’ নিরাপত্তার মধ্যে মুম্বই এসে পৌঁছান মেসি। কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তুমুল বিশৃঙ্খলার পরেই সর্তক ছিল মুম্বই পুলিশ এবং প্রশাসন। ভারতের চারটি শহরজুড়ে আয়োজিত ‘GOAT’ইন্ডিয়া ট্যুরের অংশ হিসাবে মুম্বই সফরে এসে মেসিকে প্রথমে বিশ্রামের জন্য তাজ কোলাবা হোটেল নিয়ে যাওয়া হয়।
সূচি অনুযায়ী এরপরে তিনি ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (ব্রাবোন স্টেডিয়াম) যেখানে প্যাডেল গোট ক্লাবের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
আর সেখানেই আয়োজিত হয় তারকাবহুল একটি ফুটবল ম্যাচ। এরপরে আজ সন্ধ্যায়, মুম্বই পর্বের মূল আকর্ষণ হয় বিকেল পাঁচটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির উপস্থিত। ঠিক সেখানেই দেখা যায় ভারতের মাটিতে অন্যতম বিরলতম এক দৃশ্যের যেখানে এক ফ্রেমে ধরা পড়ে দুই কিংবদন্তী।
এই সফরে মেসির সঙ্গী রয়েছেন ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। ব্রাবোন এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, ব্যারিকেড, পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম এবং বহু জায়গায় নিরাপত্তা কড়া করা হয়েছে।
