দুপুর নাগাদ দেখা যায় ‘বিশ্বকাপ স্তরের’ নিরাপত্তার মধ্যে মুম্বই এসে পৌঁছান মেসি। কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তুমুল বিশৃঙ্খলার পরেই সর্তক হয় মুম্বই পুলিশ এবং প্রশাসন। ভারতের চারটি শহরজুড়ে আয়োজিত ‘GOAT’ইন্ডিয়া ট্যুরের অংশ হিসাবে মুম্বই সফরে এসে মেসিকে প্রথমে বিশ্রামের জন্য তাজ কোলাবা হোটেল নিয়ে যাওয়ার কথা।
সূচি অনুযায়ী এরপরে তিনি ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (ব্রাবোন স্টেডিয়াম) যেখানে প্যাডেল গোট ক্লাবের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা।
advertisement
আর সেখানেই আয়োজিত হতে চলেছে তারকাবহুল একটি ফুটবল ম্যাচ। এরপরে আজ সন্ধ্যায়, মুম্বই পর্বের মূল আকর্ষণ হতে চলেছে বিকেল পাঁচটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির উপস্থিত।
এই সফরে মেসির সঙ্গী রয়েছেন ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। ব্রাবোন এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, ব্যারিকেড, পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম এবং বহু জায়গায় নিরাপত্তা কড়া করা হয়েছে।
স্টেডিয়ামের ভিতরে জলের বোতল, ধাতব সামগ্রী, এবং কয়েন নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও একদম বিশ্বকাপ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা মুম্বই শহর।
প্রসঙ্গত, কলকাতার অনুষ্ঠানে বল পায়ে মেসিকে দেখা যায়নি। দর্শক অসন্তোষে যুবভারতী স্টেডিয়ামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে, হায়দরাবাদে ধরা পরে সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে নির্বিঘ্নেই সম্পন্ন হয় সমস্ত অনুষ্ঠান। এবার আরও একটি দুর্দান্ত অনুষ্ঠানের অপেক্ষায় আছে মুম্বই।
