TRENDING:

West Bengal News: মাদক বা সোনা নয়, পদ্মা নদী দিয়ে বিড়ি পাচার! রুখে দিল বিএসএফ!

Last Updated:
West Bengal News: এবার অভিনব চেষ্টা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। পদ্মা নদী সাঁতরে বাংলাদেশে পাচার করতে গিয়ে বিড়ি ও মাছ ধরার জাল সহ ধৃত এক পাচারকারী।
advertisement
1/6
মাদক বা সোনা নয়, পদ্মা নদী দিয়ে বিড়ি পাচার! রুখে দিল বিএসএফ!
মাদক দ্রব্য বা সোনা নয়। এবার অভিনব চেষ্টা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। পদ্মা নদী সাঁতরে বাংলাদেশে পাচার করতে গিয়ে বিড়ি ও মাছ ধরার জাল সহ ধৃত এক পাচারকারী।
advertisement
2/6
রঘুনাথগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্ত হয়ে চোরাচালানের উদ্দেশ্যে পদ্মায় সাঁতার কেটে যাওয়ার সময় হাতে নাতে এক পাচারকারীকে আটক করলো বিএসএফ। ধৃত পাচারকারীকে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় ৭১ নাম্বার বিএসএফ ব্যাটেলিয়নের বাহুড়া বিওপির আধিকারিক।
advertisement
3/6
বিএসএফ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম ফারুক শেখ, বাড়ি রঘুনাথগঞ্জ থানার চর পিরোজপুর এলাকায়। রঘুনাথগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের পদ্মা নদী সাঁতরে বাংলাদেশে পাচার করতে গিয়ে ৭১ নম্বর বাহুরা বিওপির বিএসএফ এক ব্যক্তিকে আটক করে।
advertisement
4/6
পদ্মা নদী থেকে তাকে নৌকায় তুলতে গিয়ে দেখা যায় কোমরে বাঁধা একটি দরি। দরির সঙ্গে নদীতে ডুবিয়ে পাচার করছিল প্রচুর পরিমাণে দেশি মদের বোতল, বিড়ি ও মাছ ধরার জাল উদ্ধার হয়। বিএসএফের প্রাথমিক অনুমান, সমস্ত সামগ্রী বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই পদ্মা পার করার চেষ্টা করছিল পাচারকারী।
advertisement
5/6
বিএসএফের জওয়ানরা রাত্রে টহলদারি চলাকালীন রাতের অন্ধকারে পদ্মা নদী সাঁতরে পাচারের চেষ্টা করছিল বলে জানাযায়। উদ্ধার হওয়া ১৩০বোতল দেশি মদ, ৭হাজার বিড়ি ও মৎস্যজীবীদের ৩০টি জাল সমস্ত কিছুই বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
6/6
যেকোনও ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে বিএসএফ তৎপর রয়েছে। তারপর তাকে জঙ্গীপুর পুলিশের হাতে তুলে দেয় বাহুড়া বিওপির বিএসএফ বলে জানা যায়। ধৃত অভিযুক্ত ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মাদক বা সোনা নয়, পদ্মা নদী দিয়ে বিড়ি পাচার! রুখে দিল বিএসএফ!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল