TRENDING:

Digha: পুজোয় কিন্তু এবার চমকে দেবে দিঘা! বাকি জায়গা ভুলে যাবেন নিশ্চিত! কী হবে এই সৈকত শহরে?

Last Updated:
Digha: পুজোয় দিঘা, মন্দারমণি-সহ বিভিন্ন সমুদ্র পর্যটন কেন্দ্রে পর্যটকের প্লাবন দেখা যাবে। পুজোর সময় পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে এবার অতিরিক্ত বাস নামাতে চলেছে রাজ্য সরকারী পরিবহন সংস্থা এসবিএসটিসি।
advertisement
1/9
পুজোয় কিন্তু এবার চমকে দেবে দিঘা! বাকি জায়গা ভুলে যাবেন নিশ্চিত! কী হবে দিঘায়?
*বাঙালির বড় উৎসব দুর্গাপুজো আর মাত্র কিছুদিন পরেই। পুজো মানেই বাঙালির ঘরে মন বসে না। কাছে বা দূরে কোথাও বেড়াতে যেতে মন ছটফট করে ভ্রমণ প্রিয় বাঙালির। পুজোর উপচে পড়ে বাঙালির জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
advertisement
2/9
*এবার পুজোর সময় দিঘা আসছেন তাহলে সুখবর পর্যটকদের জন্য। দিঘা আসা-যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। পুজোর সময় দিঘায় বাড়িতে ভিড় মাথায় রেখে দক্ষিণবঙ্গ রাষ্ট্রপরিবহন সংস্থা বাড়তি বাস নামানোর উদ্যোগ নিয়েছে। ফাইল ছবি। 
advertisement
3/9
*পুজোর মরশুমে ছুটিতে প্রতিবছর দিঘায় পর্যটকদের ভিড় উপচে পড়ে। এবছরও ভিড়ের আগাম আভাস মিলছে। উৎসব মরশুমে দিঘায় পরিবহণের যাতে সমস্যা না হয় সেজন্য দিঘা-কলকাতা রুটে বাড়তি বাস চালাবে এসবিএসটিসি। ফাইল ছবি। 
advertisement
4/9
*পুজোর ছুটিতে পর্যটকের ঢল নামতে চলেছে সৈকত সুন্দরি দিঘায়। অগ্রিম বুকিংয়ে দারুণ সাড়া পড়েছে দিঘা সহ মন্দারমনি, তাজপুর, শংকরপুরে। হোটেল মালিকদের কাছ থেকে জানা যায় ২৫ সেপ্টেম্বর থেকে দিঘা মন্দারমণির একচেটিয়া হোটেলে পুরোদমে পুজোর বুকিং শুরু হবে। ফাইল ছবি। 
advertisement
5/9
*পুজোয় দিঘা, মন্দারমণি সহ বিভিন্ন সমুদ্র পর্যটন কেন্দ্রে পর্যটকের প্লাবন দেখা যাবে। পুজোর সময় পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে এবার অতিরিক্ত বাস নামাতে চলেছে রাজ্য সরকারী পরিবহন সংস্থা এসবিএসটিসি। ফাইল ছবি। 
advertisement
6/9
*মহালয়ার সময় থেকেই অতিরিক্ত বাস চালানো শুরু হবে। চলবে লক্ষ্মীপুজো পর্যন্ত। পুজোর মরশুমে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই এসবিএসটিসি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে জানা যায়। ফাইল ছবি। 
advertisement
7/9
*বর্তমানে বিভিন্ন ডিপো থেকে দিঘায় দৈনিক ৪০-৪৫টি সরকারি বাস চলাচল করে। পুজোর সময় এই সংখ্যাটা ৫৫ থেকে ৬০টি করা হবে। এ প্রসঙ্গে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিঘার ডিপো ইন-চার্জ সোমনাথ ঘোষ বলেন, "পুজোর সময় দিঘায় পর্যটকদের ঢল নামে। অতিরিক্ত কয়েক হাজার পর্যটক সমাগম হয়। যাতায়াতের সুবিধার বাড়তি বাস চালানো হবে। মহালয়ার সময় থেকেই শুরু হচ্ছে। লক্ষ্মীপুজো পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে।" ফাইল ছবি। 
advertisement
8/9
*ইতিমধ্যেই দিঘায় পুজোর ছুটির উপলক্ষে হোটেল বুকিং শুরু হয়েছে। আগামী কয়েকদিন এই বুকিং এর সংখ্যা আরও বাড়বে। পুজোয় পর্যটকের ঢল নামতে চলেছে, তার আগাম আভাস পাওয়া যাচ্ছে হোটেল বুকিংয়ের বহরে। ফাইল ছবি। 
advertisement
9/9
*দিঘায় বাড়তি ভিড় আন্দাজ করে আগে থেকেই কোমর বেঁধে নেমেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংখ্যা। মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত দিঘা - কলকাতা রুটে বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: পুজোয় কিন্তু এবার চমকে দেবে দিঘা! বাকি জায়গা ভুলে যাবেন নিশ্চিত! কী হবে এই সৈকত শহরে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল