Low Pressure in Bay Of Bengal: পুরীর থেকে ৫০ কিমি দূরে সমুদ্রে সক্রিয় নিম্নচাপ, সাঁড়াশি আক্রমণ বাড়াতে সক্রিয় মৌসুমী বায়ু, ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Low Pressure in Bay Of Bengal: রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস! বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা উত্তরের এই জেলাগুলিতে
advertisement
1/15

বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ৷ এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল সন্নিহিত এলাকায় অবস্থান করছে৷ ঘণ্টায় ৭ কিমি গতিতে এগোচ্ছে এই নিম্নচাপটি৷
advertisement
2/15
এই নিম্নচাপটি পুরী থেকে ৫০ কিমি দক্ষিণ -দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছে৷ এছাড়াও গোপালপুরের ৯০ কিমি পূর্বে, পারাদ্বীপের ১৪০ কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে৷ এই নিম্নচাপের সঙ্গে জোড়া ফলা সক্রিয় মৌসুমী বায়ুর উপস্থিতি৷
advertisement
3/15
কম-বেশি বৃষ্টির মধ্যে দিয়েই যে সপ্তাহের শেষ কাটতে চলেছে তার আভাস আগেই মিলেছে। রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কথা বলেছে হাওয়া অফিস।
advertisement
4/15
উত্তরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে কমবে বৃষ্টিপাত। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।
advertisement
5/15
শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে দুই এক জায়গায়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
advertisement
6/15
আগামীকাল দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরের প্রায় সব জেলাতেই। তবে আজ উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে।
advertisement
7/15
রবিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।বজ্রবিদ্যুৎ সহ ওপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।
advertisement
8/15
*অবশেষে দক্ষিণবঙ্গে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হল। শুক্রবার সকাল থেকেই মূলত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সেই সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
advertisement
9/15
*শুক্রবার বিকেলের পর থেকে আবহাওয়া আরও পরিবর্তন হবে। শনিবার থেকে চলবে ভারী বৃষ্টি। জুলাই মাসের এতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দেখা ছিল না। তবে মৌসুমী অক্ষরেখা নয় বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণবঙ্গের বৃষ্টি ঘাটতি কিছুটা কমাবে। ফাইল ছবি।
advertisement
10/15
*দক্ষিণবঙ্গের কলকাতা-সহ সব জেলাতেই বর্ষার স্বাভাবিক বৃষ্টির দেখা নেই। পশ্চিমের জেলাগুলিতে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। তবে অবশেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বস্তির কথা শুনিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি।
advertisement
11/15
*কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বেশি থাকবে। শনিবার থেকে নিম্নচাপের কারণে টানা তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে তার আগে শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
12/15
*হাওয়া অফিস সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। নিম্নচাপটি ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসবে। নিম্নচাপটি অবস্থান করবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে। ফাইল ছবি।
advertisement
13/15
*নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ অন্যান্য জেলায়। একদিকে পূর্ণিমার ভরা কটাল অন্যদিকে ঝড়ো হওয়ায় উত্তাল থাকবে সমুদ্র। ফলে শনিবার থেকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত এই নিম্নচাপটি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে আসবে। ফাইল ছবি।
advertisement
14/15
*দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় শুক্রবার বিকেল থেকে নিম্নচাপের কারণে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকে মূলত মেঘলা আকাশ। ঝোড়ো হাওয়া বইছে। শুক্রবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
15/15
*পর্যটন নগরী দিঘার শেষ ২৪ ঘণ্টার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ অর্থাৎ ১৯ জুলাই, শুক্রবার দিঘার আবহাওয়া থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Low Pressure in Bay Of Bengal: পুরীর থেকে ৫০ কিমি দূরে সমুদ্রে সক্রিয় নিম্নচাপ, সাঁড়াশি আক্রমণ বাড়াতে সক্রিয় মৌসুমী বায়ু, ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়