TRENDING:

কৌশিকী অমাবস্যার রাতে 'এই' সতীপীঠে মহা হোমযজ্ঞের আয়োজন! মায়ের লীলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা

Last Updated:
প্রত্যেক নিশি রাতেই মায়ের পুজো হয় এখানে। কৌশিকী অমাবস্যার দিনে সকালে বিশেষ স্নান করানো হয়। তারপরে চলে পুজো। রাতে হবে মহা হোম যজ্ঞ।
advertisement
1/5
কৌশিকী অমাবস্যার রাতে 'এই' সতীপীঠে মহা হোমযজ্ঞের আয়োজন! মায়ের লীলা দেখতে ভক্তের হিড়িক
<strong>নবগ্রাম, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল:</strong> মুর্শিদাবাদের নাম শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন বাংলার নবাবি আমল। তবে শুধু ঐতিহাসিক দিক থেকেই নয়, পৌরাণিক দিক থেকেও এই জেলার গুরুত্ব অসীম। এই জেলাতেই রয়েছে ৫১টি সতীপীঠের অন্যতম কিরীটেশ্বরী মন্দির। মা কিরীটেশ্বরী এখানে দক্ষিণাকালী ধ্যানে পূজিতা হন।
advertisement
2/5
কৌশিকী অমাবস্যার দিন শুক্রবার সকাল এগারোটার পর থেকেই ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে। দিনভর চলছে বিশেষ পুজো আর্চনা। মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছেন এখানে পুজো দিতে। শুধু তারাপীঠ নয়, এই মন্দিরেও ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। (ছবি ও তথ্যঃ তন্ময় মণ্ডল)
advertisement
3/5
মন্দিরের সেবাইতরা জানাচ্ছেন, প্রত্যেক নিশি রাতেই মায়ের পুজো হয়। কৌশিকী অমাবস্যার দিনে সকালে বিশেষ স্নান করানো হয়। তারপরে চলে পুজো। রাতে হবে মহা হোম যজ্ঞ। (ছবি ও তথ্যঃ তন্ময় মণ্ডল)
advertisement
4/5
কিরীট কথাটি এসেছে করোটি বা মাথার খুলি থেকে। আর সেই করোটির টুকরো আছে বলেই নাম হয়েছে কিরীটী। সেখান থেকে নামকরণ কিরীটেশ্বরী। মন্দিরের প্রতিষ্ঠা ও পরবর্তী সময়ে সংস্কারের বিষয়েও নানা তথ্য উঠে এল দিলীপবাবুর কথা থেকে। (ছবি ও তথ্যঃ তন্ময় মণ্ডল)
advertisement
5/5
১১০৪ বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানি ভবানী। পরবর্তী সময়ে মহারাজা রাও যোগেন্দ্রনারায়ণ রাই ১৩৩৭ বঙ্গাব্দে এই মন্দিরের সংস্কার করেন। তবে দিলীপবাবু জানাচ্ছেন যোগেন্দ্রনারায়ণ রাইয়ের সময়ের যে তথ্য পাওয়া গিয়েছে তাতে মন্দিরের পুনঃসংস্কার কথা উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে তার আগে আরও কেউ এই মন্দিরের সংস্কার করেছেন বলেই মনে করা হয়। (ছবি ও তথ্যঃ তন্ময় মণ্ডল)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
কৌশিকী অমাবস্যার রাতে 'এই' সতীপীঠে মহা হোমযজ্ঞের আয়োজন! মায়ের লীলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল