TRENDING:

Purulia News: সচেতনতার পথে সাপুড়েরা, বংশপরম্পরার সাপ খেলা ছেড়ে ভিক্ষাবৃত্তি! বদলে যাচ্ছে পুরুলিয়ার ডুংরি কলোনির জীবন

Last Updated:

Purulia News: সচেতনতার আলোয় ধীরে ধীরে বদলে যাচ্ছে পুরুলিয়ার ডুংরি কলোনির জীবন। বংশপরম্পরার সাপ খেলা দেখানো বন্ধ করেছেন সাপুড়েরা। ভিক্ষা করে চলছে তাদের সংসার। মিলছে সরকারি ভাতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: এক সময় বংশপরম্পরায় সাপ খেলা দেখানোই ছিল যাদের জীবিকা, সময়ের পরিবর্তনে আজ সেই পেশা ছেড়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে সংসার চালাচ্ছেন তারা। পুরুলিয়া জেলার কাশীপুরের খৈরীপিড়া এলাকার ডুংরি কলোনিতে বসবাসকারী প্রায় ১০০ থেকে ১৫০টি সাপুড়ে পরিবার বর্তমানে এই বাস্তবতার মধ্য দিয়েই জীবনযাপন করছেন। ডুংরি কলোনির বাসিন্দারা মূলত বেদিয়া সম্প্রদায়ের মানুষ। এক সময় গ্রাম থেকে গ্রামে ঘুরে সাপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন তারা।
advertisement

তবে সময়ের সঙ্গে সঙ্গে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় তারা বুঝতে পেরেছেন, সাপকে বন্দি করে রেখে খেলা দেখানো শুধু যে নৈতিকভাবে ভুল তা নয়, আইনতও একটি দণ্ডনীয় অপরাধ। এই উপলব্ধি থেকেই স্বেচ্ছায় তারা তাদের ঐতিহ্যবাহী পেশা থেকে সরে এসেছেন। বর্তমানে ভিক্ষা করে চলছে তাদের সংসার।

আরও পড়ুনঃ ২ বছর আগে উদ্বোধন হওয়া ফাঁসিডাঙ্গা উদ্যান এখন পরিত্যক্ত! পিকনিকের মরশুমে খাঁ খাঁ করছে ঐতিহাসিক পার্ক, সংস্কারের দাবি চন্দ্রকোনাবাসীর

advertisement

পুরুলিয়ার ডুংরি কলোনির বাসিন্দা সাপুড়ে সিদাম বেদিয়া ও অতুল বেদিয়ারা জানান, “আগে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সাপ খেলা দেখাতাম। তখন এটাই ছিল আমাদের বংশগত পেশা। কিন্তু এখন আমরা আর সাপ খেলা দেখাই না। আমরা বুঝেছি সাপকে বন্দি করে রাখা তাদের কষ্ট দেওয়ার সমান এবং আইনেও এটি অপরাধ। তাই এই পেশা আমরা ছেড়ে দিয়েছি।”

advertisement

View More

আরও পড়ুনঃ বিদেশের ‘বাস্কিং’ সংস্কৃতি এবার শিলিগুড়ির রাস্তায়! গানের সুরে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা, ভাইরাল যুবকদ্বয়ের ভিডিও

তবে পেশা পরিবর্তনের পর জীবিকার বিকল্প পথ না থাকায় বর্তমানে ভিক্ষাবৃত্তিই তাদের প্রধান আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। সরকারি বিভিন্ন সহায়তায় আজ অনেকটাই উপকৃত ডুংরি কলোনির বাসিন্দারা। সরকারি ভাতা, বিনামূল্যে চালের সুবিধা থেকে শুরু করে বসবাসের জন্য পাট্টা, এই সবকিছুই তাদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

তারা জানান, সরকারের এই সহানুভূতিশীল উদ্যোগ না থাকলে তাদের পক্ষে সংসার চালানো আরও কঠিন হয়ে পড়ত। সচেতনতার আলোয় আজ ধীরে ধীরে বদলে যাচ্ছে ডুংরি কলোনির জীবন। ঐতিহ্যবাহী কিন্তু অমানবিক ও বেআইনি পেশা থেকে সরে এসে নতুন পথে হাঁটার চেষ্টা করছেন সাপুড়েরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: সচেতনতার পথে সাপুড়েরা, বংশপরম্পরার সাপ খেলা ছেড়ে ভিক্ষাবৃত্তি! বদলে যাচ্ছে পুরুলিয়ার ডুংরি কলোনির জীবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল