TRENDING:

Digha News: দিঘার কাছেই নতুন চমক! রং-তুলির ক্যানভাসে ফুটে উঠছে চোখধাঁধানো সব ছবি, উপচে পড়ছে ভিড়

Last Updated:

Digha News: গ্রাম বাংলার চিত্র থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তি, শিল্পীর তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে চোখ ধাঁধানো সব ছবি । দিঘার কাছেই শুরু হয়েছে রঙের উৎসব। রং তুলির ছোঁয়ায় উৎসবে পরিণত হয়েছে গোটা এলাকা। দিঘা ঘুরতে এসে রঙের উৎসব, পর্যটকদের নজর কাড়ছে শিল্পীরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রামনগর, মদন মাইতি: গ্রাম বাংলার চিত্র থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তি, শিল্পীর তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে চোখ ধাঁধানো সব ছবি । দিঘার কাছেই শুরু হয়েছে রঙের উৎসব। রং তুলির ছোঁয়ায় উৎসবে পরিণত হয়েছে গোটা এলাকা। প্রতিভা খুঁজে বের করতেই এমন উদ্যোগ। প্রায় তিন শতাধিক শিল্পীর অংশগ্রহণে জমে উঠেছে এই আয়োজন। শিল্পীদের আঁকা ছবি দেখতে সকাল থেকেই ভিড় জমছে। ছোট থেকে বড়—সব বয়সের শিল্পীরা অংশ নিয়েছেন। শিল্পীদের দক্ষ হাতের রঙিন ক্যানভাসে ফুটে উঠছে নানা বিষয় ও ভাবনা। এমন প্রতিভাবান শিল্পীদের নজর কাড়ছে পর্যটকদেরও। শিল্পীদের অসাধারণ প্রতিভা মুগ্ধ করছে সকলকেই।
advertisement

কালারফুল ড্রিমস আর্ট অ্যাকাডেমির উদ্যোগে এই রঙের উৎসবের আয়োজন করা হয়েছে। চিত্রকলার প্রতিভা খুঁজে বার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রামনগরের কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চলছে এই শিল্প উৎসব। স্কুল মাঠজুড়ে তৈরি করা হয়েছে আঁকার বিশেষ পরিসর। ক্ষুদে শিল্পী থেকে শুরু করে অভিজ্ঞ শিল্পীরা একসঙ্গে তুলিতে রং তুলছেন। শিল্পীদের কাজ দেখতে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরাও। কেউ ছবি তুলছেন, কেউ আবার শিল্পীদের সঙ্গে কথা বলছেন।

advertisement

আরও পড়ুন-কাঁপবে দুনিয়া…! ভয়ঙ্কর শক্তি বাড়ছে, শুক্র-সূর্যের রাজকীয় সংযোগে ‘জ্যাকপট’, ৫ রাশি হবে ‘রাজা’, বিপুল টাকার ফোয়ারা, কেরিয়ারে দ্বিগুণ লাভ

উৎসবে আঁকা ছবিগুলোর বিষয়বস্তুও বেশ নজরকাড়া। কোথাও ফুটে উঠছে গ্রামবাংলার চিত্র। কোথাও আবার প্রকৃতি ও লোকজ জীবনের নানা দৃশ্য। এলাকার বিশিষ্টজনদের প্রতিকৃতি আঁকতেও দেখা যাচ্ছে শিল্পীদের। অল্প সময়ের মধ্যেই নিখুঁতভাবে ছবি আঁকছেন তারা। অনেক শিল্পী দর্শকদের সামনে লাইভ ড্রয়িং করে দেখাচ্ছেন। শিশু শিল্পীদের কাজ দেখে প্রশংসায় মুখর স্থানীয়রাও।

advertisement

View More

আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! ৪ দিন পর শুক্রের ভয়ঙ্কর চালে কাঁপবে দুনিয়া, ৬ রাশির চরম বিপদ, আর্থিক ক্ষতি, যেতে পারে চাকরি

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

রঙের উৎসবে হাজির হয়েছেন বহু পর্যটক। দিঘা বেড়াতে এসে এমন শিল্প আয়োজন দেখে খুশি তারা। শিল্পীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও। তারা শিল্পীদের কাজ ঘুরে দেখেন এবং প্রশংসাও করেন। শিল্পীদের পাশে থাকার আশ্বাসও দেন তারা। সমুদ্র তীরবর্তী এলাকায় এমন রঙিন উৎসব হওয়ায় খুশি শিল্পী মহল। আয়োজকদের দাবি, ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়া হবে। এতে নতুন শিল্পীরা সুযোগ পাবে এবং নিজেদের প্রতিভা তুলে ধরার মঞ্চ পাবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: দিঘার কাছেই নতুন চমক! রং-তুলির ক্যানভাসে ফুটে উঠছে চোখধাঁধানো সব ছবি, উপচে পড়ছে ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল