কালারফুল ড্রিমস আর্ট অ্যাকাডেমির উদ্যোগে এই রঙের উৎসবের আয়োজন করা হয়েছে। চিত্রকলার প্রতিভা খুঁজে বার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রামনগরের কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চলছে এই শিল্প উৎসব। স্কুল মাঠজুড়ে তৈরি করা হয়েছে আঁকার বিশেষ পরিসর। ক্ষুদে শিল্পী থেকে শুরু করে অভিজ্ঞ শিল্পীরা একসঙ্গে তুলিতে রং তুলছেন। শিল্পীদের কাজ দেখতে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরাও। কেউ ছবি তুলছেন, কেউ আবার শিল্পীদের সঙ্গে কথা বলছেন।
advertisement
উৎসবে আঁকা ছবিগুলোর বিষয়বস্তুও বেশ নজরকাড়া। কোথাও ফুটে উঠছে গ্রামবাংলার চিত্র। কোথাও আবার প্রকৃতি ও লোকজ জীবনের নানা দৃশ্য। এলাকার বিশিষ্টজনদের প্রতিকৃতি আঁকতেও দেখা যাচ্ছে শিল্পীদের। অল্প সময়ের মধ্যেই নিখুঁতভাবে ছবি আঁকছেন তারা। অনেক শিল্পী দর্শকদের সামনে লাইভ ড্রয়িং করে দেখাচ্ছেন। শিশু শিল্পীদের কাজ দেখে প্রশংসায় মুখর স্থানীয়রাও।
রঙের উৎসবে হাজির হয়েছেন বহু পর্যটক। দিঘা বেড়াতে এসে এমন শিল্প আয়োজন দেখে খুশি তারা। শিল্পীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও। তারা শিল্পীদের কাজ ঘুরে দেখেন এবং প্রশংসাও করেন। শিল্পীদের পাশে থাকার আশ্বাসও দেন তারা। সমুদ্র তীরবর্তী এলাকায় এমন রঙিন উৎসব হওয়ায় খুশি শিল্পী মহল। আয়োজকদের দাবি, ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়া হবে। এতে নতুন শিল্পীরা সুযোগ পাবে এবং নিজেদের প্রতিভা তুলে ধরার মঞ্চ পাবে।





