Digha Weather Yellow Alert: টুপটাপ নয়, ঝমঝমে বৃষ্টি! জীবন জেরবার, টানা দুর্যোগের পূর্বাভাস! একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
ভারী বৃষ্টি সহ বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া ও বৃষ্টির হলুদ সতর্কতা।
advertisement
1/7

দিঘা: মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত টানা বৃষ্টি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই। টানা বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। সকাল থেকেই চলছে বৃষ্টি। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় শনিবার পর্যন্ত দুর্যোগ চলবে। (সৈকত শী)
advertisement
2/7
ভারী বৃষ্টি সহ বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
advertisement
3/7
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় ২০ আগস্টের পর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে থাকবে দমকা বাতাস। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
advertisement
4/7
দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বজ্রপাতের সর্তকতা দেওয়া হয়েছে।
advertisement
5/7
উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সর্তকতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
advertisement
6/7
বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। এদিন সকাল থেকেই দিঘা সহ পূর্ব মেদিনীপুর সর্বত্রই দফায় দফায় বৃষ্টি চলছে। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় দিনভর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সর্তকতা থাকবে।
advertisement
7/7
টানা বৃষ্টির কারণে আপাতত তাপমাত্রার পারদ রয়েছে নিম্নমুখী। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবার পর্যন্ত। ফলে জেলার নিচু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ায় উত্তাল থাকবে সমুদ্র।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Weather Yellow Alert: টুপটাপ নয়, ঝমঝমে বৃষ্টি! জীবন জেরবার, টানা দুর্যোগের পূর্বাভাস! একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি