এদিন সকালে খেজুরির বীরবন্দরের অজয়া গ্রামের ফাঁকা বাঁধ গোড়ায় ধান জমির পাশে এক যুবকের নিথর দেহ উদ্ধার হয়। অন্য কোথাও তাঁকে খুন করে খেজুরির অজয়া গ্রামে মৃতদেহটিকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে অনুমান করছেন স্থানীয় লোকজন। এখনও অবধি মৃতের কোনও পরিচয় জানা যায়নি।
advertisement
ইতিমধ্যেই খেজুরি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। অজ্ঞাত পরিচয় এই যুবককে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন স্থানীয়রা। এই ঘটনা ঘিরে খেজুরিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিন সকালে অজয়া গ্রামের ফাঁকা বাঁধ গোড়ায় ধান জমির পাশে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ছিল। ধানের জমিতে দেহ পড়ে থাকতে দেখে এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। অজ্ঞাত পরিচয় এই যুবককে অন্যত্র খুন করে অজয়া গ্রামে মৃতদেহটিকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে অনুমান করছেন এলাকাবাসীরা। খেজুরি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে।
