TRENDING:

East Medinipur News: সাতসকালে ভয়াবহ ঘটনা! ধানের জমিতে শিউড়ে ওঠার মতো ছবি, খেজুরিতে শোরগোল

Last Updated:

East Medinipur News: এদিন সকালে ধান জমির পাশে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ছিল। ধানের জমিতে দেহ পড়ে থাকতে দেখে এলাকায় শোরগোল পড়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খেজুরি, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ সাতসকালে ধানের জমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে ঘটনাটি ঘটেছে। জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
খেজুরি থানা
খেজুরি থানা
advertisement

এদিন সকালে খেজুরির বীরবন্দরের অজয়া গ্রামের ফাঁকা বাঁধ গোড়ায় ধান জমির পাশে এক যুবকের নিথর দেহ উদ্ধার হয়। অন্য কোথাও তাঁকে খুন করে খেজুরির অজয়া গ্রামে মৃতদেহটিকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে অনুমান করছেন স্থানীয় লোকজন। এখনও অবধি মৃতের কোনও পরিচয় জানা যায়নি।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের সাধ ও সাধ্যের মেলবন্ধন! অনুষ্ঠানের জন্য নামমাত্র খরচে মিলবে ঝাঁ চকচকে কমিউনিটি হল, জেলা পরিষদের ‘উপহার’

advertisement

ইতিমধ্যেই খেজুরি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। অজ্ঞাত পরিচয় এই যুবককে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন স্থানীয়রা। এই ঘটনা ঘিরে খেজুরিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
আকাশ ছোঁয়া কনকচুর ধান, পেস্তা, ক্ষীর...! মহার্ঘ হতে পারে জয়নগরের 'মোয়া', কত হবে দাম?
আরও দেখুন

এদিন সকালে অজয়া গ্রামের ফাঁকা বাঁধ গোড়ায় ধান জমির পাশে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ছিল। ধানের জমিতে দেহ পড়ে থাকতে দেখে এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। অজ্ঞাত পরিচয় এই যুবককে অন্যত্র খুন করে অজয়া গ্রামে মৃতদেহটিকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে অনুমান করছেন এলাকাবাসীরা। খেজুরি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: সাতসকালে ভয়াবহ ঘটনা! ধানের জমিতে শিউড়ে ওঠার মতো ছবি, খেজুরিতে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল