TRENDING:

Piyali Basak: শীতের মাকালু জয়ের পথে পিয়ালী বসাক, বিশ্বরেকর্ডের লক্ষ্যে চন্দনগরের পর্বতারোহী

Last Updated:

Piyali Basak: নতুন স্বপ্ন নিয়ে ফের তিনি মাকালু জয়ের অভিযানে বের হতে চলেছেন হুগলির চন্দনগরের বাসিন্দা পর্বতারোহী পিয়ালী বসাক৷ ১৫ ডিসেম্বর শুরু হবে তাঁর অভিযান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ, চন্দননগর: নতুন স্বপ্ন নিয়ে ফের তিনি মাকালু জয়ের অভিযানে বের হতে চলেছেন হুগলির চন্দনগরের বাসিন্দা পর্বতারোহী পিয়ালী বসাক৷ ১৫ ডিসেম্বর শুরু হবে তাঁর অভিযান৷ আগামীকাল তিনি চন্দনগরের বাড়ি থেকে রওনা দেবেন মাকালু বেসক্যাম্পের উদ্দেশে৷ তাঁর লক্ষ্য প্রথম মহিলা হিসেবে শীতকালে প্রতিকূল আবহাওয়ার মধ্য়েও মাকালু জয়৷
পিয়ালী বসাক
পিয়ালী বসাক
advertisement

এর আগেই একবার মাকালু জয় করেছেন পিয়ালী বসাক৷ ২০২৩ সালে ১৭ মে তিনি সেই অভিযান করেছিলেন৷ শীতে আবহাওয়া যেমন প্রতিকূল থাকে, সেই সময় পরিস্থিতি তেমন ছিল না৷ তাই এবার শীতকালেই তিনি রওনা হচ্ছেন মাকালুর উদ্দেশে৷ এই অভিযান চলবে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত৷

পিয়ালী বসাকের কথায়, গরমে মাকালুর বেস ক্যাম্পে কিছু গ্রামের মানুষকে পেয়েছিলাম। শীতকালীন এই সময়ে সকলেই নিচে নেমে আসেন। বেস ক্যাম্প পৌঁছাতেই কোমর সমান বরফ হয়ে যাবে। সেটাতেও অনেক কষ্ট করতে হবে। কঠিন বরফের দেওয়াল ও পাথরের দেওয়াল রয়েছে। মাঝে মাঝেই ফাটল থাকে। ঝড় ও কুয়াশা এলে এক ফুট দূর পর্যন্ত দেখা যায় না। পায়ের আঙুল ও লোহার কাঁটার জোরে আমাদের উঠতে হয় পর্বতে। পিঠে ১৪ থেকে ১৫ কিলো ওজনের ভারী ব্যাগ থাকে। ট্রেকিং করতে ২৫ কিলো ওজনের ব্যাগ রাখতে হয়।

advertisement

আরও পড়ুনঃ প্রাক্তনরা মিলে হলেন বর্তমান! মোহরের প্রাক্তন প্রেমিককে বিয়ে করলেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী! অবিশ্বাস্য বিবাহ অভিযান

মাকালু পর্বতের উচ্চতা আট হাজারের মিটারের বেশি৷ সেই শৃঙ্গ-সহ ছ’টি আট-হাজারি শৃঙ্গ জয় করেছেন হুগলির কানাইলাল বিদ্যামন্দিরের শিক্ষিকা পিয়ালী বসাক৷ তার মধ্যে অন্যতম এভারেস্ট, লোৎসে, ধওলাগিরি ও অন্নপূর্ণা৷ বারবার প্রতিকূল ও বিপদসঙ্কুল পরিবেশে যেতে কি ভয় লাগে না? পিয়ালীর উত্তর, পর্বতারোহণে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। পদে পদে বিপদ থাকে পাহাড়ে।

advertisement

ফলে বোঝাই যাচ্ছে, কী পরিস্থিতির মুখে পড়তে হবে, তা নিয়ে পিয়ালি ভাবছেনই না৷ বরং অবলীলায় বলে দিচ্ছেন যে সেখানে এখন আবহাওয়া কেমন হতে পারে৷ এই পর্বতারোহীর কথায়, শীতকালে তুষারঝড় হয়৷ আবহাওয়াও প্রতিকূল থাকে। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেই সময়। প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে হাওয়া চলবে।

advertisement

তা সত্ত্বেও তাঁর মাথায় এখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে৷ তা হল, কোনও মহিলা এখনও শীতকালীন সময়ে মাকালু অভিযান করেননি। তিনি বলেন, ‘‘সারা পৃথিবী থেকে দু’জন পুরুষ, একজন ইতালি ও আর একজন রাশিয়ার পর্বতারোহী এই এই সময় মাকালু শৃঙ্গ জয় করেছেন। তাঁরা দুজনেই পৃথিবী বিখ্যাত পর্বতারোহী। তাই আমিও চাই মহিলা পর্বতারোহী হয়ে ওয়ার্ল্ড রেকর্ড করার। আমার ইতিমধ্যেই এভারেস্ট, লোৎসে সবই ২৯ হাজার ফুটের ঊর্ধ্বে এবং সেগুলো তুষারঝড়ের মধ্যেই আমি অভিযান করে সফল হয়েছি।’’

advertisement

পাহাড়ে একটা সময় ভাল আবহাওয়া পাওয়া যায়। তার মধ্যেই সামিট করে নেমে আসতে হয়। কিন্তু এর আগেও তুষার ঝড় ও প্রতিকূল আবহাওয়াতে অভিযান করে নেমে এসেছি। দু’টো পর্বত শৃঙ্গ প্রতিকূল আবহাওয়ায় বেঁচে ফিরেছি। আশা করি এই অভিজ্ঞতা জোরেই এই শীতকালীন মাকালু পর্বত শৃঙ্গ জয় করতে পারব।

সেরা ভিডিও

আরও দেখুন
মেলায় বিনোদন নয়, শিশুদের শেখানো হচ্ছে আত্মরক্ষার পাঠ! স্যালুট জানানোর মতো উদ্যোগ
আরও দেখুন

এর আগের ছ’টি অভিযানের খরচ তিনি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে করেছিলেন৷ সেই ঋণের ভারে তিনি জর্জরিত৷ পিয়ালী বলেন, এর আগেও আমার ২৫ লক্ষ টাকা ঋণ রয়েছে ব্যাংকে। তার মধ্যেও মানুষের সহযোগিতায় আমি একাধিক পর্বত জয় করেছি। বর্তমানে এই মাকালু জয়ের জন্য আমার বাড়ি বন্ধক দিয়ে ঋণ নেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও বিভিন্ন জায়গায় স্পনসরের জন্য যোগাযোগ করছি। আর প্রথম থেকেই মানুষ আমার পাশে আছেন। আশা করি এই পর্বত শৃঙ্গ জয়ে মানুষই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Piyali Basak: শীতের মাকালু জয়ের পথে পিয়ালী বসাক, বিশ্বরেকর্ডের লক্ষ্যে চন্দনগরের পর্বতারোহী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল