Durnibar Saha: প্রাক্তনরা মিলে হলেন বর্তমান! মোহরের প্রাক্তন প্রেমিককে বিয়ে করলেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী! অবিশ্বাস্য বিবাহ অভিযান

Last Updated:

Durnibar Saha: অতীত সম্পর্কের অদ্ভুত যোগসূত্রও আছে—হৃতজিৎ একসময় ছিলেন দুর্নিবারের বর্তমান স্ত্রী মোহর ওরফে ঐন্দ্রিলা সেনের প্রাক্তন প্রেমিক। ফলে এই নতুন সম্পর্ক যে একেবারে সিনেমার মতোই, তা বলাই বাহুল্য।

News18
News18
কলকাতাঃ সম্পর্কের টানাপড়েন শেষে আবারও জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। গায়ক দুর্নিবার সাহার প্রাক্তন স্ত্রী মীনাক্ষী ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে আলোচনার বাইরে থাকলেও অতীতে তাঁর বৈবাহিক সম্পর্ককে কেন্দ্র করে কম ঝড় ওঠেনি। ২০২১ সালে দুর্নিবারের সঙ্গে বিয়ে, তারপর মাত্র এক বছরেই তিক্ত বিচ্ছেদ—সব মিলিয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ চতুর্থ সেমিস্টারের পরীক্ষার গাইডলাইন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, পরীক্ষার নিয়মে একাধিক পরিবর্তন
এরপর সময় বদলেছে। নতুন করে সঙ্গী হয়েছেন হৃতজিৎ রায়চৌধুরি, কলকাতার এক নামী প্রযোজনা সংস্থার কর্মী, যিনি মূলত ছবির কালার কারেকশনের দায়িত্ব সামলান। অতীত সম্পর্কের অদ্ভুত যোগসূত্রও আছে—হৃতজিৎ একসময় ছিলেন দুর্নিবারের বর্তমান স্ত্রী মোহর ওরফে ঐন্দ্রিলা সেনের প্রাক্তন প্রেমিক। ফলে এই নতুন সম্পর্ক যে একেবারে সিনেমার মতোই, তা বলাই বাহুল্য।
advertisement
সূত্রের খবর, কয়েকদিন আগেই ঘরোয়া ভাবে বিয়ে সারেন মীনাক্ষী–হৃতজিৎ। বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে রিসেপশনের, যেখানে দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে এখনই মন্তব্যে অনীহা মীনাক্ষীর। এক সংবাদমাধ‍্যমকে তিনি জানান, “এখনও পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। প্রস্তুতিতে ব্যস্ত। তাই এই মুহূর্তে কিছু বলতে চাই না।”
advertisement
পূর্বের বিয়েতে কোনও আড়াল ছিল না, তবে এবার অনেক বেশি সতর্ক দম্পতি। সোশ্যাল মিডিয়ায় প্রেমের কোনও প্রকাশ নেই; শুধু নীরবে একে অপরকে ফলো করেন। আলোচনার বাইরে থেকে নিভৃতেই সম্পর্কটিকে লালন করতে চান তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Durnibar Saha: প্রাক্তনরা মিলে হলেন বর্তমান! মোহরের প্রাক্তন প্রেমিককে বিয়ে করলেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী! অবিশ্বাস্য বিবাহ অভিযান
Next Article
advertisement
'এই বাংলার দত্তক সন্তান হতে চাই...', রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন সিভি আনন্দ বোসের
'এই বাংলার দত্তক সন্তান হতে চাই...', রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন সিভি আনন্দ বোসের
  • বাংলার ভোটার হতে চেয়ে আবেদন করলেন সিভি আনন্দ বোস। তাঁর কথায়," এই বাংলার দত্তক সন্তান হতে চাই। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন। সেই বাংলায় আমি ভোটার হতে চাই। আমার পদবি 'বোস'। নেতাজি সুভাষ চন্দ্র ও বোস, আমি মানসিক, সাংস্কৃতিক ভাবে বাংলার সঙ্গে যুক্ত থাকতে চাই

VIEW MORE
advertisement
advertisement