HS 4th Semester Exam: চতুর্থ সেমিস্টারের পরীক্ষার গাইডলাইন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, পরীক্ষার নিয়মে একাধিক পরিবর্তন

Last Updated:

HS 4th Semester Exam: ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পাঠ্যক্রমের উচ্চ মাধ্যমিক। প্রত্যেক পরীক্ষাই শুরু হবে প্রায় একই সময়ে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতাঃ ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পাঠ্যক্রমের উচ্চ মাধ্যমিক। প্রত্যেক পরীক্ষাই শুরু হবে প্রায় একই সময়ে। ফলে প্রশ্ন বন্টনের ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, তাই ২০২৬ সালের পরীক্ষায় আলাদা আলাদা রঙের প্রশ্নের প্যাকেট পাঠাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্রের প্যাকেট হবে সাদা, তৃতীয় সেমিস্টারের হলুদ, আর উচ্চ মাধ্যমিকে পুরনো পাঠ্যক্রমের পরীক্ষার্থীদের জন্য পাঠানো হবে নীল রঙের প্যাকেট। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, এ বার চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের শুধু অনলাইন অ্যাডমিট কার্ড দেওয়া হবে। শিক্ষা সংসদ স্কুলগুলিকে অ্যাডমিট কার্ডের লিঙ্ক পাঠাবে। স্কুলগুলি সেই লিঙ্ক ডাউনলোড করে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রিন্ট করে দেবে।
advertisement
advertisement
এছাড়াও এবার থেকে পরীক্ষার্থীদের ১০ মিনিট অতিরিক্ত সময় দে‌ওয়া হবে পরীক্ষার আগে ওএমআর শিট পূরণ ও রিডিং টাইম-এর জন্য। চতুর্থ সেমিস্টারের উত্তর লিখতে হবে শিক্ষা সংসদের দেওয়া ২৪ পাতার মধ্যেই। শিক্ষা সংসদের পক্ষ থেকে কোন‌ও অতিরিক্ত পাতা দেওয়া হবে না। গতকালই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নিয়ে গাইডলাইন জারি করা হয়েছে। এই গাইডলাইন মেনেই স্কুলে স্কুলে পরীক্ষা নিতে হবে বলেই সংসদ নির্দেশ দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS 4th Semester Exam: চতুর্থ সেমিস্টারের পরীক্ষার গাইডলাইন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, পরীক্ষার নিয়মে একাধিক পরিবর্তন
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement