TRENDING:

Digha: সর্বনাশ! ওল্ড দিঘায় চরম বিপত্তি! ফিরে আসছেন কাতারে কাতারে পর্যটক, কারণ জানলে আপনিও যাবেন না

Last Updated:
Digha: জনপ্রিয়তা বাড়লেও দিঘার সী হক গোলাঘাট সৈকতে নেই শৌচালয় ও চেঞ্জিং রুম। এই অভাবে সমস্যায় পর্যটকরা। দিঘার পর্যটন শিল্প রক্ষায় অবকাঠামো উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।
advertisement
1/7
ওল্ড দিঘায় চরম ভোগান্তি! ফিরে আসছেন কাতারে কাতারে পর্যটক, আচমকা হলটা কী? জানলে চমকে যাবেন
সমুদ্র মানেই অবসর, আনন্দ আর প্রকৃতির সান্নিধ্যে ভেসে থাকার সুখ। তাই ছুটি পেলেই পর্যটকেরা ছুটে আসেন দিঘার বুকে। পুরানো দিঘার পরিচিত সী বিচগুলির পাশাপাশি সাম্প্রতিক বছরগুলিতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে সী হক গোলাঘাট সী বিচ। (তথ্য-মদন মাইতি)
advertisement
2/7
বিদেশি সমুদ্রসৈকতের মত পরিবেশ আর কাদামুক্ত জলের সৌন্দর্য এখানে এনে দিয়েছে নতুন মাত্রা। দেশি-বিদেশি পর্যটকের কাছে এই স্থান এখন পরিচিত ফরেনার্স বীচ নামে। ট্রলারে ভেসে মাছ ধরার দৃশ্য থেকে শুরু করে ঢেউয়ের তালে তালে স্নান, সব মিলিয়ে এটি আজ দিঘার এক অন্যতম আকর্ষণ।
advertisement
3/7
কিন্তু আনন্দঘন এই পরিবেশের মধ্যেও থেকে যাচ্ছে এক গুরুতর সমস্যা, যা পর্যটকদের ভোগান্তি বাড়াচ্ছে প্রতিদিন। সী হক গোলাঘাট সী বিচে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজারো পর্যটক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেউয়ের টানে ভেসে থাকার আনন্দ উপভোগ করতে সমুদ্রতটে ভিড় বাড়ছে ক্রমশ। কাদামুক্ত জলের স্বচ্ছতা এবং শান্ত পরিবেশ অনেককেই স্নানের জন্য আকৃষ্ট করছে।
advertisement
4/7
তবে আনন্দের মধ্যেই দেখা দিচ্ছে বড় সমস্যা। স্নানের পরপরই পর্যটকদের অসুবিধায় পড়তে হচ্ছে, কারণ সৈকতের চারপাশে নেই কোনও সরকারি বা বেসরকারি শৌচালয় কিংবা চেঞ্জিং রুম। ফলে বাধ্য হয়েই ভিজে কাপড়ে দীর্ঘক্ষণ থাকতে হচ্ছে বা তাড়াতাড়ি হোটেলে ফিরে যেতে হচ্ছে। এতে আনন্দ উপভোগে বড়সড় বিঘ্ন ঘটছে।
advertisement
5/7
বিশেষ করে যারা দূরদূরান্ত থেকে আসেন শুধুমাত্র কয়েক ঘণ্টার জন্য, তাঁদের জন্য এই সমস্যা আরও জটিল হয়ে দাঁড়াচ্ছে। পরিবার নিয়ে আসা পর্যটকেরাও সমস্যায় পড়ছেন বেশি। শিশু ও মহিলাদের ক্ষেত্রে শৌচালয় ও চেঞ্জিং রুম না থাকাটা ভোগান্তির কারণ হয়ে উঠছে। অনেক সময় পরিবার-সহ পর্যটকদের পরিকল্পিত সময় কাটান অসম্ভব হয়ে যাচ্ছে এই অভাবের কারণে। দিঘার অন্যান্য সৈকতে যেখানে ন্যূনতম পরিকাঠামো তৈরি হয়েছে, সেখানে সী হক গোলাঘাটে কোনও উদ্যোগ দেখা যায়নি।
advertisement
6/7
অথচ এই সৈকতের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। পর্যটকের সংখ্যা ক্রমবর্ধমান হওয়া সত্ত্বেও প্রাথমিক পরিকাঠামোর অভাব এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ঘাটতির কারণে পর্যটকেরা নির্ভয় হয়ে সময় কাটাতে পারছেন না, যা ধীরে ধীরে তাঁদের আকর্ষণ কমিয়ে দিতে পারে এই সৈকতের প্রতি। প্রকৃতির দানকে কাজে লাগিয়ে দিঘাকে পর্যটনের মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলতে হলে এই ধরনের মৌলিক সমস্যা সমাধান জরুরি।
advertisement
7/7
সী হক গোলাঘাট সী বীচ ইতিমধ্যেই দেশি-বিদেশি পর্যটকদের নজর কেড়েছে। এখন প্রয়োজন সরকারি বা বেসরকারি উদ্যোগে শৌচালয় ও চেঞ্জিং রুমের মত প্রাথমিক পরিকাঠামো গড়ে তোলা। না হলে আজ যে সৈকত ফরেনার্স বীচ নামে জনপ্রিয় হয়েছে, আগামী দিনে সেটি পর্যটক হারিয়ে ফেলতে পারে, যা এক বিশাল ক্ষতির কারণ হবে দিঘার পর্যটন শিল্পের জন্য। (তথ্য-মদন মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: সর্বনাশ! ওল্ড দিঘায় চরম বিপত্তি! ফিরে আসছেন কাতারে কাতারে পর্যটক, কারণ জানলে আপনিও যাবেন না
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল