Weather Update: ৫০ কিমি গতিতে বইবে হাওয়া, বৃষ্টিও হবে, চরম গরম থেকে স্বস্তির দু -একদিন
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Update: দীর্ঘ অপেক্ষার পর স্বস্তি পেল পুরুলিয়াবাসী, কতদিন থাকবে এই আবহাওয়া
advertisement
1/7

পুরুলিয়া : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কিছুটা হলেও স্বস্তি পেল রাজ্যবাসী। শনিবার থেকে কিছুটা হলেও কম ছিল তাপমাত্রার পারদ। হালকা মেঘাচ্ছন্ন আকাশ ছিল বিভিন্ন জায়গায়। রবিবার ভোর থেকেই জেলায় জেলায় বৃষ্টি হতে দেখা যায়।
advertisement
2/7
শহর কলকাতাতেও হয় হালকা বৃষ্টি। এছাড়াও কলকাতার আশেপাশের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি হতে দেখা যায়। আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৫০ কিলোমিটার গতি বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। কলকাতার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/7
উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ।
advertisement
4/7
একইভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর , হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অনেকটাই স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী।
advertisement
5/7
পুরুলিয়া জেলার মানুষেরা তীব্র গরমের পর একটু স্বস্তি পেয়েছে। শনিবার বিকেল থেকেই হালকা বৃষ্টি হতে দেখা যায় জেলার বিভিন্ন প্রান্তে। রবিবার সকালেও হালকা মেঘলাচ্ছন্ন আকাশ দেখতে পাওয়া যায়।
advertisement
6/7
রবিবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। বিগত বেশ কিছুদিনের মাত্রা অতিরিক্ত গরমের কারণে যে হারে নাকাল দশা হয়েছিল জেলার মানুষদের সেই তীব্র গরমের দাপট থেকে সামান্য হলেও রেহাই পেয়েছে সমগ্র জেলাবাসী।
advertisement
7/7
দীর্ঘ অপেক্ষার পর এক পশলা বৃষ্টিতে সমগ্র রাজ্যের মানুষ সামান্য হলেও স্বস্তি পেয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত মেঘ বৃষ্টির খেলাতেই মেতে থাকবে গোটা বঙ্গ বলে জানিয়েছে হাওয়া অফিস। Input- Sarmistha Banerjee