TRENDING:

Viral News: পুরানো ১০০ টাকার নোটে লুকিয়ে রয়েছে কোন 'রহস্য', জেনে নিন আপনিও

Last Updated:
Viral News: ভারতীয় মুদ্রার ইতিহাস অনেক পুরোনো। যা জানার কৌতুহল রয়েছে অনেকেরই। আজ আপনাদের জানাবো ১০০ টাকার পুরানো নোটের পেছনে সামনে গান্ধীজির ছবি থাকলেও পেছনে কেন পাহাড়ের ছবি থাকে।
advertisement
1/5
পুরানো ১০০ টাকার নোটে লুকিয়ে রয়েছে কোন 'রহস্য', জেনে নিন আপনিও
দেশের মতই ভারতীয় মুদ্রার ইতিহাসও অনেক প্রাচীন। ২ হাজার বছরেরও বেশি সময় ধরে ভারতে টাকার ব্যবহার হয়ে আসছে। বর্তমান ভারতীয় টাকাতেও অনেক বিষয় রয়েছে যা অনেকের কাছেই অজানা।
advertisement
2/5
তেমনই একটি বিষয় হল পুরোনো ১০০ টাকারা নোটে সামনে গান্ধীজির ছবি থাকলেও নোটের পেছনে যে পাহাড়ের ছবি রয়েছে সেটি কোন পাহাড় ও কেন ওই পাহাড়ের ছবি ব্যবহার করা হয়।
advertisement
3/5
বর্তমানে বাজারে নতুন ও একটু ছোট ও বেগুনী রঙের ১০০ টাকার নোট দেখা যায়। তবে তার সঙ্গে পুরোনো বড় নোটও রয়েছে। সেই নোটের পেছনে আরা সকলেই দেখেছি বরফাবৃত পর্বতশঙ্গ।
advertisement
4/5
১০০ টাকার ভারতীয় নোটের পিছনে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার ছবি রয়েছে। নোটটিতে যে ছবিটা দেখা যাচ্ছে সেটি হলো কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া। নোটের ছবির সঙ্গে কঞ্চনজঙ্ঘাকে মিলিয়ে দেখলেই সেটি বোঝা যাবে।
advertisement
5/5
জানিয়ে রাখি, এই ছবিটি সিকিমের পেলিং থেকে তোলা হয়েছে। সিকিম এবং দার্জিলিংয়ের স্থানীয় লোকেরা একে পবিত্র মনে করে পূজা করে। সেই কারণেই ১০০ টাকার পুরোনো নোটে এই ছবি ব্যবহার করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: পুরানো ১০০ টাকার নোটে লুকিয়ে রয়েছে কোন 'রহস্য', জেনে নিন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল