TRENDING:

GK | ভারতীয় নোটে ছাপা রয়েছে এই ৬টি 'মনুমেন্টের' ছবি! জানেন কোনগুলো? ক'টি ঐতিহাসিক স্থাপত্য আপনি দেখেছেন?

Last Updated:
Monuments Picture on Indian Currency: ভারতীয় মুদ্রা শুধু লেনদেনের মাধ্যম নয়, দেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতিচ্ছবি। প্রতিদিন হাত ঘুরে চলা নোটগুলোর উল্টো পিঠে নজর রাখলে চোখে পড়ে ভারতের বিভিন্ন প্রান্তের ছয়টি ঐতিহাসিক স্থাপত্যের ছবি। মহাত্মা গান্ধী নিউ সিরিজের এই নোটগুলিতে ছাপা স্মৃতিস্তম্ভগুলি ভারতের শিল্প, স্থাপত্য ও সভ্যতার গৌরবময় ইতিহাসকে তুলে ধরে। কোন কোন মনুমেন্ট রয়েছে এই নোটগুলিতে, আর তার মধ্যে কতগুলো আপনার দেখা—সেই কৌতূহল থেকেই এই তালিকা।
advertisement
1/9
ভারতীয় নোটে ছাপা রয়েছে এই ৬টি 'মনুমেন্টের' ছবি! জানেন কোনগুলো? ক'টি আপনি দেখেছেন?
ভারতীয় মুদ্রা শুধু লেনদেনের মাধ্যম নয়, দেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতিচ্ছবি। প্রতিটি নোটের উল্টো পিঠে ছাপা রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের ঐতিহাসিক স্থাপত্য ও স্মৃতিচিহ্ন। ২০১৬ সালে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের পর ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক মহাত্মা গান্ধী নিউ সিরিজ চালু করে, যার মাধ্যমে দেশের ঐতিহ্যকে তুলে ধরা হয় নতুন নোটগুলিতে।
advertisement
2/9
১০ টাকার নোটের উল্টো পিঠে রয়েছে ওড়িশার কোনার্ক সূর্য মন্দির। ত্রয়োদশ শতকে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা নরসিংহ দেব প্রথম এই মন্দির নির্মাণ করেন। সূর্যদেবকে উৎসর্গ করা এই মন্দিরটি বিশাল রথের আদলে তৈরি এবং কলিঙ্গ স্থাপত্যের সূক্ষ্ম খোদাইয়ে সমৃদ্ধ। ২০১৮ সালের ৫ জানুয়ারি এই নোট চালু করে আরবিআই।
advertisement
3/9
২০ টাকার নোটে ছাপা রয়েছে মহারাষ্ট্রের ইলোরা গুহা। বিশ্বের বৃহত্তম শিলাখোদিত গুহা-সমূহের অন্যতম এই স্থাপত্য অষ্টম শতকে রাষ্ট্রকূট রাজবংশের রাজা কৃষ্ণ প্রথমের আমলে নির্মিত। এখানে হিন্দু, বৌদ্ধ ও জৈন শিল্পকর্ম একসঙ্গে দেখা যায়। ২০১৯ সালের ২৬ এপ্রিল এই নোট চালু হয়।
advertisement
4/9
৫০ টাকার নোটের উল্টো পিঠে রয়েছে কর্ণাটকের হাম্পির বিখ্যাত পাথরের রথ, যা ভিট্ঠল মন্দির চত্বরে অবস্থিত। ষোড়শ শতকে বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেবরায় এই রথ নির্মাণ করেন। দ্রাবিড় স্থাপত্যের অনন্য নিদর্শন এই রথসহ নোটটি আরবিআই চালু করে ২০১৭ সালের ১৮ আগস্ট।
advertisement
5/9
১০০ টাকার নোটে রয়েছে গুজরাতের রানি কি ভাভ। একাদশ শতকে সোলাঙ্কি বংশের রাজা ভীম প্রথমের পত্নী রানি উদয়মতী এই ধাপ-কূপ নির্মাণ করেন। উল্টো মন্দিরের আদলে তৈরি এই স্থাপত্য জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে। ২০১৮ সালের জুলাই মাসে এই নোট চালু হয়।
advertisement
6/9
২০০ টাকার নোটে দেখা যায় মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য সম্রাট অশোক এই স্তূপ নির্মাণ করেন। এটি ভারতের প্রাচীনতম বৌদ্ধ স্থাপত্যগুলির অন্যতম। ২০১৭ সালের ২৫ আগস্ট এই নোট চালু হয়।
advertisement
7/9
৫০০ টাকার নোটের উল্টো পিঠে রয়েছে দিল্লির লালকেল্লা। সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহান এই দুর্গ নির্মাণ করেন। স্বাধীনতার দিন ১৯৪৭ সালের ১৫ আগস্ট এখান থেকেই প্রথম ভাষণ দেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। নোট বাতিলের পর ২০১৬ সালের ১০ নভেম্বর এই নতুন ৫০০ টাকার নোট চালু হয়।
advertisement
8/9
২০১৬ সালের নোট বাতিলের পর ২,০০০ টাকার নতুন নোটও চালু করা হয়েছিল। ওই নোটে ছাপা ছিল ভারতের প্রথম সফল মঙ্গল অভিযান ‘মঙ্গলযান’-এর ছবি, যা দেশের বৈজ্ঞানিক সাফল্যের প্রতীক।
advertisement
9/9
এর আগে স্বাধীন ভারতের প্রথম ব্যাঙ্কনোটে অশোক স্তম্ভের প্রতীক ব্যবহার করা হয়েছিল। অতীতে ১,০০০ টাকার নোটে তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির এবং পুরনো ৫০০ টাকার নোটে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার ছবিও ছাপা ছিল। এভাবেই ভারতীয় মুদ্রা নোট সময়ের সঙ্গে সঙ্গে দেশের ইতিহাস, সংস্কৃতি ও কৃতিত্বের দলিল হয়ে উঠেছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK | ভারতীয় নোটে ছাপা রয়েছে এই ৬টি 'মনুমেন্টের' ছবি! জানেন কোনগুলো? ক'টি ঐতিহাসিক স্থাপত্য আপনি দেখেছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল