ভারতের কোন 'রাজ্যে' ছোটে সবচেয়ে 'বেশি' বন্দে ভারত ট্রেন জানেন...? শুনলেই চমকে যাবেন!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Vande Bharat Express: আচ্ছা আপনি কি জানেন যে দেশে সবচেয়ে বেশি সংখ্যক বন্দে ভারত ট্রেন কোথায় চলে? মোটেই বাংলা, দিল্লি, উত্তরপ্রদেশ বা গুজরাতে ছোটে না কিন্তু। বরং বিখ্যাত এই ট্রেন সর্ববৃহৎ সংখ্যায় ছোটে দেশের অন্য একটি রাজ্যে। যার নামে চমকে উঠবেন আপনিও!
advertisement
1/13

বন্দে ভারত এক্সপ্রেস ভারতে রেল ভ্রমণের চেহারা সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। ২০১৯ সালে চালু হওয়া এই সেমি-হাইস্পিড ট্রেনটির কেবল যাত্রীদের সময় সাশ্রয় করে না বরং শহরগুলির মধ্যে যোগাযোগও উন্নত করে।
advertisement
2/13
বন্দে ভারত এক্সপ্রেস ভারতে রেল ভ্রমণের চেহারা সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। ২০১৯ সালে চালু হওয়া এই ট্রেনটি কেবল যাত্রীদের সময় সাশ্রয় করে না বরং শহরগুলির মধ্যে যোগাযোগ উন্নত করার ক্ষেত্রে নজিরবিহীন উন্নতি সূচিত করেছে।
advertisement
3/13
আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই ট্রেনগুলি সাধারণ যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী শ্রেণীর ভ্রমণকারী সকলের কাছে আবেদন করেছে। কিন্তু আপনি কি জানেন যে দেশে সবচেয়ে বেশি সংখ্যক বন্দে ভারত ট্রেন মোটেই দিল্লি, উত্তরপ্রদেশ বা গুজরাতে ছোটে না বরং ছোটে দেশের অন্য শহরে।
advertisement
4/13
হিসেব বলছে, বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেনটি এখনও পর্যন্ত সর্বাধিক সংখ্যায় চলে বিহার ও মহারাষ্ট্রতে। ইতিমধ্যেই প্রতিবেশী রাজ্য বিহারে বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা ২০টিতে পৌঁছেছে।
advertisement
5/13
বিহারে চলমান বন্দে ভারত ট্রেন:বিহারে বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা ২০টিতে পৌঁছেছে। এই ট্রেনগুলি পটনা, গয়া, ভাগলপুর, রাঁচি এবং গোরক্ষপুরের মতো প্রধান রুটগুলিকে সংযুক্ত করে।
advertisement
6/13
কিছু প্রধান ট্রেন হল:* ২০৯৮৩/৮৪ টাটানগর-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস* ২২৩০৩/০৪ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস* ২২৩০৯/১০ হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস
advertisement
7/13
* ২২৩৪৫/৪৬ পাটনা-গোমতীনগর বন্দে ভারত এক্সপ্রেস* ২৬৫০১/০২ পাটলীপুত্র-গোরখপুর বন্দে ভারত এক্সপ্রেসএই ট্রেনগুলি বিহার থেকে কলকাতা, রাঁচি এবং লখনউয়ের মতো শহরগুলির দূরত্ব কমিয়ে দিয়েছে।
advertisement
8/13
মহারাষ্ট্র: এখনও পর্যন্ত এই রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক বন্দে ভারত ট্রেন রয়েছে।এই ক্ষেত্রে মহারাষ্ট্র অন্যান্য সমস্ত রাজ্যকে ছাড়িয়ে গেছে। মোট ২২টি বন্দে ভারত ট্রেন বিভিন্ন রুটে চলছে। মুম্বাই, নাগপুর, পুনে এবং ঔরঙ্গাবাদের মতো প্রধান শহরগুলি এখন এই ট্রেনগুলির সাথে সরাসরি সংযুক্ত।
advertisement
9/13
প্রধান রুটগুলির মধ্যে রয়েছে:* ২০১০১/০২ নাগপুর-সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেস* ২০৯০১/০২ মুম্বাই সেন্ট্রাল-গান্ধিনগর রাজধানী বন্দে ভারত এক্সপ্রেস
advertisement
10/13
* ২২২২৩/২৪ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-সাইনগর শিরডি বন্দে ভারত এক্সপ্রেস* ২২২২৯/৩০ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেস* ২২৯৬১/৬২ মুম্বাই সেন্ট্রাল-আহমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেস
advertisement
11/13
এর থেকে স্পষ্ট যে মহারাষ্ট্রই বন্দে ভারত ট্রেনের বৃহত্তম সরবরাহকারী। বিহারও এই দৌড়ে দ্রুত এগিয়ে চলেছে। ভারতীয় রেল জানিয়েছে, চলতি আর্থিক বছরে আরও নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে, যা যাত্রীদের দ্রুত, আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণের প্রতিশ্রুতি আরও বাড়িয়ে তুলবে।
advertisement
12/13
পশ্চিমবঙ্গে বন্দে ভারত ট্রেনের সংখ্যা কত?আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধনের পর পশ্চিমবঙ্গের মালদহ শহর থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন-সহ আরও সাতটি নতুন ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে।
advertisement
13/13
ইতিমধ্যেই বাংলা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছোটে ৬টি। হাওড়া থেকে এনজেপি, শিলিগুড়ি থেকে গুয়াহাটি, হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে রাঁচি, হাওড়া থেকে গয়া ও হাওড়া থেকে পটনা। এবার নতুন বন্দে ভারত ট্রেনটি চালু হতে সংখ্যা আরও একটি বাড়িয়ে বাংলায় মোট বন্দে ভারত ট্রেনের সংখ্যা দাঁড়াল ৭!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভারতের কোন 'রাজ্যে' ছোটে সবচেয়ে 'বেশি' বন্দে ভারত ট্রেন জানেন...? শুনলেই চমকে যাবেন!