গাড়ির ব্রেক ফেল? ঘাবড়াবেন না, এই ৬ উপায় মাথায় রাখুন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
How to stop the car when brakes fail: ঘাবড়ে গেলে চলবে না, বরং মাথা ঠান্ডা রেখে কয়েকটা জিনিস মেনে চলতে হবে। তবেই নিজের এবং অন্যের জীবন বাঁচবে।
advertisement
1/7

গাড়ি বা বাইক চালানোর সময় চালককে মাথা ঠান্ডা রাখতে হয়। যে কোনও দুর্ঘটনা থেকে বাঁচার এটাই একমাত্র উপায়। বিশেষ করে চলন্ত গাড়ির যদি ব্রেক ফেল করে। যদিও খুব কম সময়ই এমন ঘটনা ঘটে। কিন্তু যদি ঘটে তাহলে ঘাবড়ে গেলে চলবে না, বরং মাথা ঠান্ডা রেখে কয়েকটা জিনিস মেনে চলতে হবে। তবেই নিজের এবং অন্যের জীবন বাঁচবে।
advertisement
2/7
অ্যাক্সিলারেটর এবং ব্রেক চাপলে চলবে না: গাড়ির ব্রেক ফেল করেছে। এটা বোঝার সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিতে হবে। এতে গাড়ির গতি ধীরে ধীরে কমে যাবে। এর সঙ্গে ক্লাচ টেপাও চলবে না। কারণ এতে গাড়ি মসৃণভাবে চলে।
advertisement
3/7
গিয়ার বদলাতে হবে: এবার চালকের দ্বিতীয় কাজ হবে, গাড়িকে ফার্স্ট গিয়ারে নিয়ে আসা। গিয়ার বদলানোর সময় ক্লাচ টেপা যাবে না। গাড়ি ফার্স্ট গিয়ারে আসার সঙ্গে সঙ্গে ইঞ্জিনে লোড দিতে হবে। এতে গাড়ির গতি কমতে শুরু করবে।
advertisement
4/7
ক্রমাগত ব্রেক প্যাডেল চাপতে হবে: ব্রেক ফেলের পরেও ক্রমাগত ব্রেক প্যাডেল টিপে যেতে হবে। অনেক সময় ব্রেক আটকে যায়। বারবার ব্রেক প্যাডেল চাপলে ব্রেক আবার স্বস্থানে ফিরে আসতে পারে।
advertisement
5/7
হর্ন বাজিয়ে লাইট জ্বালাতে হবে: ব্রেক ফেল করলে সামনের যানবাহনগুলোকে সতর্ক করাও জরুরি। এমন অবস্থায় একটানা হর্ন বাজিয়ে যেতে হবে। এর সঙ্গে হেডলাইট এবং এমার্জেন্সি লাইট অন করতে হবে। চেষ্টা করতে হবে যাতে গাড়ি কিছুতে আঘাত না করে।
advertisement
6/7
হ্যান্ডব্রেক টানতে হবে ধীরে ধীরে: এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল হ্যান্ডব্রেক টানা। তবে খুব ধীরে ধীরে। হ্যান্ডব্রেক লাগানোর সঙ্গে সঙ্গে গতি কমতে শুরু করবে। মাথায় রাখতে হবে, গাড়ির গতি বেশি হলে সঙ্গে সঙ্গে হ্যান্ড ব্রেক টানা উচিত নয়, এতে গাড়ি উল্টে যেতে পারে।
advertisement
7/7
গাড়ি ফাঁকা জায়গায় নিয়ে যেতে হবে: এবার গাড়িকে ফাঁকা জায়গায় নিয়ে যেতে হবে। মাথায় রাখতে হবে, জায়গাটা যেন রাস্তার সঙ্গে সমান্তরাল হয়, তা না হলে গাড়ি উল্টে যেতে পারে।