'আপনার নাম...?' পর্দা সরিয়ে জিজ্ঞেস করলেন TTE! ট্রেন ছাড়ার ৫ মিনিটেই যা ঘটল, মুহূর্তে মাথা ঘুরে গেল বিদেশী যাত্রীর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: দেশের মানুষের কাছে জনপ্রিয় এই ট্রেন বিদেশিদের কাছে কী ঠিক ততটা আরামদায়ক ও সুবিধেজনক আদৌ হবে? উত্তর মিলল সম্প্রতি ভারতীয় রেলে যাত্রা করা এক বিদেশির ভিডিওতে। কী ছিল তাঁর অভিজ্ঞতা? শুনলে চমকে উঠবেন!
advertisement
1/11

ভারতীয় রেল দেশের অন্যতম স্তম্ভ। এই রেলপথ গোটা দেশকে একটি সুতোয় যেন গেঁথে রেখেছে। উত্তরে নর্দার্ন রেলওয়েজ থেকে উত্তর-পূর্ব রেল, আবার দক্ষিণে সাদার্ন রেলওয়েজ থেকে পশ্চিমে গুজরাত, মহারাষ্ট্র, গোয়াকে জড়িয়ে রয়েছে একাধিক রেলপথ।
advertisement
2/11
প্রত্যেক রেলযাত্রীই এই গণমাধ্যমকে দেশের অন্যতম সস্তা ও সহজ-সুবিধেজনক গণমাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। বিশেষ করে বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন আসার পর ভারতে রেলপথে যাতায়াতের উৎসাহ আরও বেড়েছে। সঙ্গে রয়েছে শতাব্দী, রাজধানীর মতো নামী ট্রেন।
advertisement
3/11
তবে দেশের মানুষের কাছে জনপ্রিয় এই ট্রেন বিদেশিদের কাছে কী ঠিক ততটা আরামদায়ক ও সুবিধেজনক আদৌ হবে? উত্তর মিলল সম্প্রতি ভারতীয় রেলে যাত্রা করা এক বিদেশির ভিডিওতে। কী ছিল তাঁর অভিজ্ঞতা? শুনলে চমকে উঠবেন!
advertisement
4/11
আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও চরম ভাইরাল হচ্ছে। আর সেখানেই একজন বিদেশী ভারতীয় রেলের আসল ছবিটা তুলে ধরলেন। হিউ অ্যাব্রড নামে ওই ইংরেজ যাত্রী ভারতীয় ট্রেনের এসি কোচে ভ্রমণ করছিলেন। আর ঠিক সেই সময়ই আচমকা এসি কোচের নীল রঙের পর্দা সরিয়ে হাত বাড়ালেন টিটি। কী ঘটল তারপর?
advertisement
5/11
ট্রেনের টিকিট পরীক্ষক অর্থাৎ টিটি (ট্র্যাভেলিং টিকিট পরীক্ষক) তাঁর টিকিট পরীক্ষা করতে আসার সঙ্গে সঙ্গেই সেই বিদেশী যাত্রী হেসে ফেলেন। তিনি তাঁর করা ভিডিওতে হেসে বলেন, "ট্রেন ছেড়ে যাওয়ার ৫ মিনিটও হয়নি অথচ এরইমধ্যে টিটি ঠিক সময়ে টিকিট পরীক্ষা করতে এসে পরেছেন।" বিদেশী অবশ্য টিটিই-কে 'কন্ডাক্টর' বলে অবিহিত করেন।
advertisement
6/11
বিদেশী ছেলেটির কণ্ঠস্বরে বিস্ময়ের পাশাপাশি ভারতীয় রেল ব্যবস্থার প্রতি শ্রদ্ধাও ফুটে উঠতে দেখা যায়। ইংরেজ ওই যাত্রী এরপরেই ভারতীয় রেলের ভূয়সী প্রশংসা করেন তাঁর ভিডিওতে। তিনি দাবি করেন এমনকি জাপান এবং আমেরিকার ট্রেনগুলিতেও এই সুযোগ-সুবিধাগুলি পাওয়া যায় না।
advertisement
7/11
ভিডিওটি এরপরেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়। হিউ অ্যাব্রড তাঁর সেই ভিডিওতে বলেন, "আমি সত্যিই এই ট্রেনের স্টাইল এবং সুযোগ-সুবিধাগুলি পছন্দ করেছি। এটিই আমার দেখা প্রথম এমন ট্রেন যা আপনাকে একইসঙ্গে ব্যক্তিগত জায়গা এবং এত বড় বসার জায়গা দেয়।"
advertisement
8/11
হিউ অ্যাব্রড আরও বলেন, "এখানকার স্টাইল এবং সুযোগ-সুবিধা আমার সত্যিই পছন্দ হয়েছে। " ভিডিওতে, তাঁকে ট্রেনের ভিতরের ব্যবস্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্টাফদের প্রশংসা করতে দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, "ইউরোপ এবং জাপানের ট্রেনগুলিও এর তুলনায় কিছুই নয়।"
advertisement
9/11
পাশাপাশি তিনি বলেন, "ভারতীয় রেলের এসি কোচগুলিতে পর্দা রয়েছে যা যাত্রীদের একটি পৃথক ব্যক্তিগত জায়গা দেয়। আর তা দেখে তিনি রীতিমতো মুগ্ধ।
advertisement
10/11
hugh.abroad নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং অনেকেই এটি পছন্দও করেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার ঝড় ওঠে। ভারতীয় ব্যবহারকারীরা অনেকেই মন্তব্য করেন, "এই প্রথম কোনও বিদেশী আমাদের রেলের এত প্রশংসা করলেন।"
advertisement
11/11
কিছু ব্যবহারকারী মজা করে বলেন, "এখন হিউ অ্যাব্রডকে ভারতীয় রেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া উচিত।" অনেকে মন্তন্য করেন যে ভারতীয় রেল এখন কেবল দেশেই নয়, বিশ্বব্যাপীও তার ভাবমূর্তি বদলে দিচ্ছে।