Ganesh Chaturthi 2021: চকোলেট দিয়ে তৈরি গণেশ মূর্তি-তে রয়েছে বিশেষ বার্তা! ছবিতে দেখুন গণপতিকে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Ganesh Chaturthi 2021: শুরু হয়েছে গণেশ চতুর্থী। যেহেতু মহামারীর মধ্যেই হবে এই উৎসব তাই কোভিড বিধি মেনেই সমস্ত কিছু শুরু হয়েছে।
advertisement
1/6

শুরু হয়েছে গণেশ চতুর্থী। ১০ দিন ধরে সারা দেশ জুড়ে চলবে এই উৎসব। তবে যেহেতু মহামারীর মধ্যেই হবে এই উৎসব তাই কোভিড বিধি মেনেই সমস্ত কিছু শুরু হয়েছে।
advertisement
2/6
গত বছরেও এই একই চিত্র ধরা পড়েছিল। করোনার জন্যই আড়ম্বর কমিয়ে উৎসব পালিত হয়েছিল। সারা দেশ জুড়ে এবছর নানা রকমের গণেশ মূর্তি তৈরি হয়েছে।
advertisement
3/6
তবে এর মধ্যে তাক লাগিয়েছে লুধিয়ানার একটি বেকারি সংস্থা। তাঁরা একটি ডার্ক চকোলেট রঙের গণেশ মূর্তি তৈরি করেছেন।
advertisement
4/6
তবে শুধু রংটাই ডার্ক চকোলেটের মতো নয়। গোটা গণেশ মূর্তিই তৈরি ডার্ক চকোলেট রঙ দিয়ে। তবে এই প্রথম নয়। প্রতি বছরই তাঁরা এই রকম চকোলেটের গণেশ তৈরি করেন বলে জানান।
advertisement
5/6
বেকারি সংস্থার মালিক হরজিন্দর সিং কুকরেজা বলছেন, "২০১৫ সাল থেকে আমরা চকোলেটে গণপতি তৈরি করছি। আমরা এই বার্তা দিতে চাই যে ইকো ফ্রেন্ডলি ভাবেও এই উৎসব পালন করা যায়।"
advertisement
6/6
চকোলেট দিয়ে তৈরি এই গণেশ মূর্তির ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ১০ দিন বা তার বেশি সময় ধরেই চলবে এই উৎসব। তাই সেজে উঠেছে গোটা দেশ।