Kojagari Lakshmipuja 2023: Dos and Donts: কোজাগরী লক্ষ্মীপুজোয় এই কাজগুলি করলেই সর্বনাশ! ভুলেও এই ভুলগুলি নয়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kojagari Lakshmipuja 2023: কোজাগরী পূর্ণিমার লক্ষ্মীপুজোয় কিছু রীতিনীতি ও ঐতিহ্য পালন করতে হয়। না হলে দেবী লক্ষ্মী কুপিতা হন বলেই প্রচলিত বিশ্বাস।
advertisement
1/8

কার্তিকের শারদ পূর্ণিমায় এ বার বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজোর পালা। ধনসম্পদদাত্রী দেবীর আরাধনায় ব্রতী হবেন গৃহস্থরা।
advertisement
2/8
প্রত্যেক গৃহস্থের সংসারে সেই পরিবারের নিয়ম অনুযায়ী লক্ষ্মীপুজোর রীতিনীতি পালিত হয়। কোথাও মূর্তি কিনে পুজো করা হয়, তো কোথাও দেবী পূজিতা হন সরাচিত্রে।
advertisement
3/8
ওপার বাংলার উত্তরবঙ্গের বহু পরিবারে লক্ষ্মীর ঝাঁপিকে নতুন কনের মতো সাজিয়ে পুজো করা হয়। ঝাঁপির ভিতরে রাখা হয় ধানের ছড়া।
advertisement
4/8
কোজাগরী পূর্ণিমার লক্ষ্মীপুজোয় কিছু রীতিনীতি ও ঐতিহ্য পালন করতে হয়। না হলে দেবী লক্ষ্মী কুপিতা হন বলেই প্রচলিত বিশ্বাস।
advertisement
5/8
বলা হয় দেবী লক্ষ্মী চঞ্চলা। তাঁর পুজোয় অতিরিক্ত শব্দ না করাই বাঞ্ছনীয়। তাই শঙ্খ ও উলুধ্বনি দিলেও বিরত থাকুন ঘণ্টা বাজানো থেকে।
advertisement
6/8
মা লক্ষ্মীর বসার সিংহাসন বা আসন কোনও সময় সাদা রঙের করবেন না। তাঁকে সাদা ফুল নিবেদন করবেন না।
advertisement
7/8
দেবী লক্ষ্মীর আসন, তাঁর বসন, তাঁকে নিবেদন করা ফুল উজ্জ্বল বর্ণের হওয়া বাঞ্ছনীয়। লাল, গোলাপি বা কমলা রঙের ফুল তাঁকে নিবেদন করুন।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kojagari Lakshmipuja 2023: Dos and Donts: কোজাগরী লক্ষ্মীপুজোয় এই কাজগুলি করলেই সর্বনাশ! ভুলেও এই ভুলগুলি নয়