Boiling Chicken: চিকেন সেদ্ধ করার সময় জলে ভেসে ওঠা সাদা আস্তরণ কি ফেলে দেবেন? নাকি খেলে কোনও ক্ষতি নেই? জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Boiling Chicken: এটা খাওয়া ঠিক না ভুল, সেটা নিয়েও সংশয়ে থাকি।
advertisement
1/6

চিকেন স্যুপ বা স্টু করার সময় আগে মাংস সেদ্ধ করে নিতে হয়। স্যান্ডউইচের পুর করার সময়ও চিকেন সেদ্ধ না করলে হবে না।
advertisement
2/6
চিকেন সেদ্ধ করার সময় জলে একটা সাদা আস্তরণ দেখতে পাওয়া যায়। যেন পাত্রের জলে ছড়িয়ে আছে হাল্কা ফেনার স্তর।
advertisement
3/6
আমরা অনেকেই বুঝতে পারি না এটা নিয়ে কী করব? খাবার হিসেবে রাখব নাকি ফেলে দেব? এটা খাওয়া ঠিক না ভুল, সেটা নিয়েও সংশয়ে থাকি।
advertisement
4/6
আগে জেনে নিই এই সাদা আস্তরণটা ঠিক কী? ‘মাস্টারিং স্টকস অ্যান্ড ব্রথস’-এর লেখক তথা রন্ধনশিল্পী ও পুষ্টিবিদ র্যাচেল ম্যামেন জানাচ্ছেন এই ফেনিল অংশ হল মায়োগ্লোবিন এবং ম্যারো ফ্যাটের মিশ্রণ।
advertisement
5/6
উত্তাপের ফলে এই মিশ্রণ তৈরি হয়। এতে মূলত থাকে চিকেনের হাড়ের অংশ। খাদ্যবিজ্ঞানী ব্রায়ান চাউ-এর মতে, এই অংশ খেলে ক্ষতির কোনও আশঙ্কা থাকে না।
advertisement
6/6
স্নেহ জাতীয় পদার্থ, হাড়ের ছোট টুকরো-সহ নানা জিনিস এতে মিশ্রিত থাকলেও এই ফুড প্রোটিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তবে এর জন্য প্রভাবিত হতে পারে রান্নার বর্ণ, স্বাদ ও গন্ধ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Boiling Chicken: চিকেন সেদ্ধ করার সময় জলে ভেসে ওঠা সাদা আস্তরণ কি ফেলে দেবেন? নাকি খেলে কোনও ক্ষতি নেই? জানুন বিশেষজ্ঞের মত