Tips to Avoid Heat Stroke: গরমে ফুটছে শহর! দাবদাহে হিটস্ট্রোক হতে পারে মারাত্মক, ঠিক 'এই' ৪টি নিয়ম মানলেই আপনি নিরাপদ
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Tips to Avoid Heat Stroke: গরমে জোরালো ব্যাটিং শুরু হয়েছে। দাবদাহে নাজেহাল অনেকেই। একটু বেলা বাড়তেই যাঁরা কাজেকর্মে বেরচ্ছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন হাঁসফাঁস অবস্থা।
advertisement
1/6

গরমে জোরাল ব্যাটিং শুরু হয়েছে। দাবদাহে নাজেহাল অনেকেই। একটু বেলা বাড়তেই যাঁরা কাজেকর্মে বেরচ্ছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন হাঁসফাঁস অবস্থা।
advertisement
2/6
অস্বস্তিকর গরমে বেরলেই গলদঘর্ম অবস্থা। ঘামের সঙ্গে শরীরের জলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে সোডিয়াম, পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ। সেজন্য নিজেকে সতর্ক না হলে হতে পারে মারাত্মক বিপদ।
advertisement
3/6
অতিরিক্ত গরমে শরীরে জলশূণ্যতা তৈরি হয়, যা হিট স্ট্রোকের কারণ। এজন্য চড়া রোদ এড়িয়ে চলতে বেলা ১১টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বাড়ির বাইরে না বের হওয়াই ভাল।
advertisement
4/6
ঘামে অতিরিক্ত জল ও খনিজ শরীর থেকে বেরিয়ে গেলে রক্তচাপ কমতে থাকে ও দুর্বলতা গ্রাস করে। এক্ষেত্রেও ছায়াযুক্ত শীতল জায়গায় গিয়ে বসুন। মাথায় ও ঘাড়ে জল দিন।
advertisement
5/6
কোথাও বের হওয়ার আগে ব্যাগে ওআরএস প্রস্তুত রাখুন। অতিরিক্ত ঘাম হলে অল্প অল্প করে ওআরএস পান করুন।
advertisement
6/6
সুতির ও হালকা রঙের জামাকাপড় পরতে হবে। ছোটদের শরীরে কোনোভাবেই গায়ে ঘাম বসতে দেওয়া যাবে না। গরম থেকে ঘুরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর স্নান করানো উচিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips to Avoid Heat Stroke: গরমে ফুটছে শহর! দাবদাহে হিটস্ট্রোক হতে পারে মারাত্মক, ঠিক 'এই' ৪টি নিয়ম মানলেই আপনি নিরাপদ