Fruits in Evening: সন্ধ্যাবেলা সকলেই ফল খেতে পারেন? সূর্যাস্তের পর কোন ফল খাবেন? কোনটা খেলে অ্যাসিডিটিতে ক্ষয়ে যাবে শরীর? জেনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Fruits in Evening:সন্ধের পর ফল খাওয়া যায়। তবে সকলে এই রুটিন মেনে চলতে পারবেন না।
advertisement
1/6

চলছে রমজান মাস। সকলে মিলে ইফতার পার্টি করছেন। এই ইফতার পার্টিতে প্লেট জুড়ে থাকে বিভিন্ন ধরনের ফল। কিন্তু বিকেলের পর কি এ সব ফল খাওয়া উচিত? শুনে নিন পুষ্টিবিদের কাছ থেকে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার জানিয়েছেন, সন্ধেবেলা ফল খেতে কোনও অসুবিধাই নেই। সন্ধের পর ফল খেলে যে সমস্যা হবেই, এমনটাও জোর দিয়ে বলা যায় না। তিনি জানিয়েছেন, অনেকেই রাতে ফল খান।
advertisement
3/6
কেউ ফ্রুট স্যালাড খান সন্ধের পরেই। আবার রাতে আইসক্রিমে ফল দিয়ে খেতেও দেখা যায় অনেককে। তাতে শরীর দিব্যিই থাকে।
advertisement
4/6
সন্ধের পর ফল খাওয়া যায়। তবে সকলে এই রুটিন মেনে চলতে পারবেন না। অ্যাসিডিটির ধাঁচ থাকলে বিকেলে ফল খাওয়া এড়িয়ে যাওয়ার পরামর্শই দিয়েছেন ডায়াটিশিয়ান। তাতে গলা-বুক জ্বালার আশঙ্কা কমবে।
advertisement
5/6
তবে অ্যাসিডিটির সমস্যা না থাকলে চোখ বন্ধ করে সন্ধেবেলা কমলালেবু সহ যে কোনও ফল খাওয়ার পরামর্শ দিলেন মীনাক্ষী মজুমদার।
advertisement
6/6
এমনকী রাতে খাওয়ার পর মিষ্টি না খেয়ে কোনও ফলেই কামড় বসানোর কথা বললেন তিনি। তাতে সুগার ক্রেভিংও মিটবে। আবার ফলে থাকা ফাইবারের কারণে শরীর উপকৃতও হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fruits in Evening: সন্ধ্যাবেলা সকলেই ফল খেতে পারেন? সূর্যাস্তের পর কোন ফল খাবেন? কোনটা খেলে অ্যাসিডিটিতে ক্ষয়ে যাবে শরীর? জেনে নিন