TRENDING:

Varanasi Tourism: গঙ্গার ঘাটের পৈঠা-সিঁড়ি জুড়ে সাইবেরিয়া থেকে আসা হেমন্তের পরিযায়ী পাখিদের মেলা! মোহময়ী বারাণসী এখন পর্যটকদের স্বর্গরাজ্য

Last Updated:

Varanasi Tourism:মগনলাল মেঘরাজের বজরাপথের পাশে গঙ্গার বুকে, মছলিবাবার ডেরার কাছে অথবা ঘাটের পৈঠায় অপুর বিস্ময়চারণের সিঁড়িতে এখন সাইবেরিয়ান ক্রেনের মেলা৷ পর্যটকরা মুগ্ধ পুণ্যভূমির নতুন রূপে৷ পরিযায়ী সাইবেরিয়ান সারসের দৌলতে বারাণসী এখন পক্ষীপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাণসী : প্রাক শীতের বারাণসী এখন আরও মোহময়ী৷ কাশীতে এসে ভিড় করেছে হেমন্তের পাখির ঝাঁক৷ প্রতি বছরই আসে ওরা৷ সাইবেরিয়া থেকে দীর্ঘ পরিযাণ পথ পাড়ি দিয়ে এসে পৌঁছেছে পরিযায়ী পাখির দল৷ মগনলাল মেঘরাজের বজরাপথের পাশে গঙ্গার বুকে, মছলিবাবার ডেরার কাছে অথবা ঘাটের পৈঠায় অপুর বিস্ময়চারণের সিঁড়িতে এখন সাইবেরিয়ান ক্রেনের মেলা৷ পর্যটকরা মুগ্ধ পুণ্যভূমির নতুন রূপে৷ পরিযায়ী সাইবেরিয়ান সারসের দৌলতে বারাণসী এখন পক্ষীপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য৷
পরিযায়ী সাইবেরিয়ান সারসের দৌলতে বারাণসী এখন পক্ষীপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য
পরিযায়ী সাইবেরিয়ান সারসের দৌলতে বারাণসী এখন পক্ষীপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য
advertisement

প্রসঙ্গত সাইবেরিয়ান সারস অসাধারণ ভ্রমণকারী। প্রতি শীতে, তারা উষ্ণ আবহাওয়া এবং খাবারের সন্ধানে সাইবেরিয়া থেকে ভারতে আসে প্রায় ৬,০০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে। এই শক্তিশালী পাখিরা একদিনে ২০০ মাইল পর্যন্ত ভ্রমণ করতে পারে। তারা সাধারণত নভেম্বরে বারাণসীতে আসে এবং দুই থেকে তিন মাস পর্যন্ত থাকে। মার্চ বা এপ্রিলে আবহাওয়া উষ্ণ হতে শুরু করলে, তারা সাইবেরিয়ায় ফিরে যায়। তাদের ভ্রমণ স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদল উভয়ের জন্যই আনন্দ নিয়ে আসে, যা বারাণসীর শীতকে আরও বিশেষ করে তোলে।

advertisement

advertisement

বারাণসীর ঘাটগুলি, বিশেষ করে দশাশ্বমেধ ঘাট, সাইবেরিয়ান সারসের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে। ভোরবেলা এই পাখিদের দেখার জন্য সবচেয়ে ভাল সময়। পটভূমিতে উদীয়মান সূর্যের আলোয় গঙ্গার উপর দিয়ে তাদের সুন্দরভাবে ভেসে বেড়াতে দেখা মনোমুগ্ধকর। পাখিদের কাছাকাছি যাওয়ার জন্য নৌকা ভ্রমণ একটি জনপ্রিয় উপায়। দর্শনার্থীরা শীতল বাতাস উপভোগ করেন, গরম চা পান করেন এবং সারসের অত্যাশ্চর্য ছবি তোলেন। নৌকাচালকরা নিশ্চিত করেন যে পর্যটকরা যাত্রা উপভোগ করতে পারেন।

advertisement

আরও পড়ুন : বতসোয়ানা থেকে ৮ চিতা আসছে ভারতে! সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে প্রতীকী হস্তান্তর

সেরা ভিডিও

আরও দেখুন
চন্দ্রবোড়ার ভয়ে কাঁটা, চাষিদের মধ্যে আতঙ্ক! বিষধর সাপের উৎপাতে আতঙ্ক
আরও দেখুন

সাইবেরিয়ান সারসের আগমন স্থানীয় বিক্রেতাদেরও সাহায্য করে। অনেকে পর্যটকদের কাছে পাখিদের খাওয়ানোর জন্য শস্য এবং খাবার বিক্রি করে। শীতকাল তাদের জন্য ব্যস্ত সময় হয়ে ওঠে, যা তাদের উপার্জন বৃদ্ধি করে। পাখিরা প্রকৃতি, মানুষ এবং স্থানীয় অর্থনীতির মধ্যে এক অনন্য বন্ধন তৈরি করে। পর্যটকরা আনন্দের স্মৃতি নিয়ে চলে যান, অন্যদিকে নৌকাচালক এবং বিক্রেতারা জীবিকা নির্বাহ করেন, যা সকলের জন্যই লাভজনক। এককথায় পরিযায়ী পাখিদের কল্যাণে শীতের বারাণসী পর্যটকদের কাছে হয়ে ওঠে অবিস্মরণীয় গন্তব্য৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Varanasi Tourism: গঙ্গার ঘাটের পৈঠা-সিঁড়ি জুড়ে সাইবেরিয়া থেকে আসা হেমন্তের পরিযায়ী পাখিদের মেলা! মোহময়ী বারাণসী এখন পর্যটকদের স্বর্গরাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল