Cheetahs in India: বতসোয়ানা থেকে ৮ চিতা আসছে ভারতে! সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে প্রতীকী হস্তান্তর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Cheetahs in India: আধিকারিকরা জানিয়েছেন ৮ টি চিতা-ই সংরক্ষণাগারে আছে৷ ২টি শ্বাপদকে ছাড়া হয়েছে কোয়ারাইন্টিনে৷ জানা গিয়েছে এর আগে কালাহারি মরু এলাকায় ঘানজি শহরের সংরক্ষণাগার থেকে এই ৮ চতুষ্পদকে পাঠানো হয় মোকোলোডি সংরক্ষণাগারে৷
নয়াদিল্লি : বতসোয়ানা থেকে ৮ টি চিতা আসছে ভারতে৷ বৃহস্পতিবার বৎসোয়ানা সফরের শেষ দিনে সে দেশের রাজধানী গ্যাবোরোনের কাছে একটি প্রাকৃতিক সংরক্ষণশালায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপহার পান৷ তাঁর হাতে প্রতীকী ভাবে এই উপহার তুলে দেন বৎসোয়ানার রাষ্ট্রপতি দুমা গাইদিয়ন বোকো৷
বৃহস্পতিবার সকালে দুই দেশের প্রধান পৌঁছন বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে ১০ কিলোমিটার দক্ষিণে মোকোলোডি নেচার রিজার্ভে৷ সেখানে তাঁরা সাফারি জিপে পৌঁছন ঘটনাস্থলে যেখানে ২ টি চিতাকে ছাড়া হচ্ছিল নিভৃতবাসের গণ্ডি বা কোয়ারান্টাইন পেনে৷ দুই দেশের বনদফতরের আধিকারিকরা দুই রাষ্ট্রপ্রধানকে বুঝিয়ে বলেন সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্বন্ধে৷
আধিকারিকরা জানিয়েছেন ৮ টি চিতা-ই সংরক্ষণাগারে আছে৷ ২টি শ্বাপদকে ছাড়া হয়েছে কোয়ারাইন্টিনে৷ জানা গিয়েছে এর আগে কালাহারি মরু এলাকায় ঘানজি শহরের সংরক্ষণাগার থেকে এই ৮ চতুষ্পদকে পাঠানো হয় মোকোলোডি সংরক্ষণাগারে৷
advertisement
advertisement
A new chapter in India-Botswana wildlife conservation partnership: At the Mokolodi Nature Reserve in Botswana, President Droupadi Murmu and President Duma Gideon Boko witnessed the release of captured cheetahs originating from Botswana’s Ghanzi region into the quarantine facility… pic.twitter.com/NtzgBILxyT
— President of India (@rashtrapatibhvn) November 13, 2025
advertisement
প্রসঙ্গত ৩,৭০০ হেক্টর জমিতে বিস্তৃত মোকোলোডি রিজার্ভ তৈরি করা হয় ১৯৯৪ সালে৷ বেসরকারি উদ্যোগে নির্মিত এই পার্কের মূল উদ্দেশ্য বাণিজ্য বা মুনাফা নয়৷ গণ্ডার, জিরাফ ছাড়াও এই পার্কের বাসিন্দা আফ্রিকার অগণিত পাখি এবং সরীসৃপ৷ আধিকারিকদের সূত্র অনুযায়ী সেগুলির মধ্যে কিছু প্রাণী পৌঁছে গিয়েছে বিলুপ্তির মুখে৷
আরও পড়ুন : প্রবীণ যাত্রীরা কেন ট্রেনে লোয়ার বার্থ পান না, টিকিট কাটার সময় কী করলে সব সময় নীচের বার্থ পাবেন, জানুন স্বয়ং টিকিট পরীক্ষকের কাছ থেকেই!
আশা করা হচ্ছে কোয়ারান্টাইন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পৌঁছবে ভারতে৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তিন দিনের বৎসোয়ানা সফরের শেষ দিন ছিল বৃহস্পতিবার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2025 5:53 PM IST

