Fight Sinusitis: শীতে সাইনাসের সমস্যা বেড়েছে ? গাদাগাদা ওষুধ নয়,সহজ ঘরোয়া উপায়ে আরাম পান
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
সাইনাস হল চোখের চারপাশে গালে, কপালে এবং নাকের পিছনে ছড়িয়ে থাকা কয়েকটি ফাঁকা অংশ, যার সঙ্গে সরাসরি যোগ রয়েছে নাসাপথের। মূলত নিঃশ্বাস-প্রশ্বাসে সাহায্য করাই সাইনাসের কাজ। এরা এক দিকে যেমন মিউকাস তৈরি করে নিশ্বাস নেওয়ার জায়গাটিকে আর্দ্র রাখে, তেমনই শ্বাসের মাধ্যমে নাকের ভিতরে প্রবিষ্ট হাওয়াকে পরিশ্রুত করতেও সাহায্য করে।
advertisement
1/9

সাইনাস হল চোখের চারপাশে গালে, কপালে এবং নাকের পিছনে ছড়িয়ে থাকা কয়েকটি ফাঁকা অংশ, যার সঙ্গে সরাসরি যোগ রয়েছে নাসাপথের। মূলত নিঃশ্বাস-প্রশ্বাসে সাহায্য করাই সাইনাসের কাজ। এরা এক দিকে যেমন মিউকাস তৈরি করে নিশ্বাস নেওয়ার জায়গাটিকে আর্দ্র রাখে, তেমনই শ্বাসের মাধ্যমে নাকের ভিতরে প্রবিষ্ট হাওয়াকে পরিশ্রুত করতেও সাহায্য করে।
advertisement
2/9
মুশকিল হয় তখন, যখন নানা কারণে ওই সাইনাস বা ফাঁকা প্রকোষ্ঠগুলি ফুলে ওঠে। তখনই নাক বুজে যাওয়া, মাথা যন্ত্রণা, কপাল-চোখ ব্যথা, ক্লান্তিবোধের মতো নানা সমস্যা দেখা দেয়। শীতকালে তা আরও বাড়তে পারে।
advertisement
3/9
সাইনাস থেকে বাঁচার উপায় জানালেন মুর্শিদাবাদের ইএনটি স্পেশ্যালিস্ট ডঃ জিসি মান্না। তাঁর কথায়, ‘‘শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যায়, ধুলোবালি বাড়ে, আর তাতেই সাইনাসাইটিস বেড়ে যায়।’’ যাঁদের এই সমস্যা হয়, তাঁদের কয়েকটি ঘরোয়া সমাধান মানতে বলছেন চিকিৎসক।
advertisement
4/9
গরম জলের ভাপ: এটি সাইনাসের জন্য সবচেয়ে কার্যকর ঘরোয়া উপায়। একটি বড় পাত্রে গরম জল নিয়ে, মাথা তোয়ালে দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট ভাপ নিন। এতে নাকের অভ্যন্তরে জমে থাকা মিউকাস পাতলা হয়ে বেরিয়ে আসবে এবং বন্ধ নাক খুলে যাবে।
advertisement
5/9
জল নেতি: হালকা গরম জলে সামান্য নুন মিশিয়ে নাক পরিষ্কার করার পদ্ধতিকে বলা হয় জল নেতি। এই পদ্ধতিতে একটি নাসারন্ধ্র দিয়ে জল প্রবেশ করিয়ে অন্যটি দিয়ে বার করে দিতে হয়। এর জন্য এক বিশেষ ধরনের পাত্রও পাওয়া যায়, যাকে বলা হয় নেতি পট বা নেতি পাত্র। এই পদ্ধতিতে নাক এবং সাইনাসে থাকা ব্যাক্টেরিয়া, মিউকাস বা শ্লেষ্মা, ধুলোবালি এবং অ্যালার্জেন বার হয়ে যায়। ফলে মাথা ব্যথা, নাক বুজে যাওয়ার মতো সমস্যা কমে।
advertisement
6/9
[caption id="attachment_2503478" align="alignnone" width="1080"] শরীর আর্দ্র রাখা: শীতেও প্রচুর পরিমাণে জল পান করা জরুরি। সম্ভব হলে প্রতি বার গরম জল পান করুন। এ ছাড়া গরম স্যুপ, আদা-চা বা তুলসী দেওয়া চা-ও সাইনাসের ব্যথা কমাতে কার্যকরী। উষ্ণ এবং তরল খাবার নাক এবং সাইনাসে জমা শ্লেষ্মাকে তরল রাখতে সাহায্য করে, ফলে সাইনাসে চাপ কম পড়ে। গরম সেঁক: একটি পরিষ্কার কাপড় হালকা গরম জলে ভিজিয়ে নাক, গাল এবং কপালে চেপে ধরুন। এই পদ্ধতিটি সাইনাসের ব্লকেজ দূর করতে অত্যন্ত কার্যকরী।
advertisement
7/9
রুম হিটার: ঘরে যদি রুম হিটার ব্যবহার করেন, তবে বাতাস খুব শুষ্ক হয়ে যায়। এর থেকেও সাইনাসের সমস্যা বাড়তে পারে। সে ক্ষেত্রে ঘরে রুম হিটারের সঙ্গে একটি হিউমিডিফায়ারও ব্যবহার করুন এবং অবশ্যই ঘরে যাতে বাতাস চলাচল করে সে দিকে খেয়াল রাখুন।
advertisement
8/9
মশলাদার খাবার: সাইনাসের সমস্যা থাকলে খাবারে আদা, রসুন, গোলমরিচ, পেঁয়াজ বেশি করে ব্যবহার করুন। এই ধরনের মশলায় কিছু প্রাকৃতিক এবং জোরালে ধরনের প্রদাহ নাশক উপাদান থাকে, যা সাইনাসের সমস্যা দূর করে।
advertisement
9/9
শোয়ার ধরন: ঘুমোনোর সময় কী ভাবে ঘুমোচ্ছেন, তা-ও প্রভাব ফেলে সাইনাসের ব্যথায়। যদি সাইনাসের সমস্যা থাকে, তবে মাথার নীচে বাড়তি একটি বালিশ রাখুন। সাইনাসের সমস্যায় নাক বুজে গেলে শ্বাস নিতে অসুবিধা হতে পারে। মাথা একটু উঁচুতে থাকলে নাক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কমে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fight Sinusitis: শীতে সাইনাসের সমস্যা বেড়েছে ? গাদাগাদা ওষুধ নয়,সহজ ঘরোয়া উপায়ে আরাম পান