TRENDING:

West Bengal Weather Update: জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন

Last Updated:
কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছিল রবিবারই। সোমবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে থাকবে।
advertisement
1/6
জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
হেমন্তের মধ্যগগনে শীতের আমেজ অনুভূত হচ্ছে রাজ্য জুড়ে। আবহাওয়া খটখটে থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এবার শীতের পালা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে থাকবে। সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে কোথাও কোথাও।
advertisement
2/6
কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছিল রবিবারই। সোমেও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম। এ ছাড়া, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। মঙ্গলবার শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
advertisement
3/6
কলকাতার পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কমেছে। ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে বীরভূম, বাঁকুড়ার কোনও কোনও এলাকার তাপমাত্রা। সোমবার সকালে বোলপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের কালিম্পং বা জলপাইগুড়ির চেয়েও তা কম। আপাতত সর্বত্র শুকনো আবহাওয়াই থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও রাতের তাপমাত্রায় আর তেমন হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শীতের আমেজ থাকবে। নতুন করে পারদপতনের সম্ভাবনা খুব একটা নেই।
advertisement
4/6
ওড়িশা ও ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। শীতল পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী পাঁচ দিন এরকমই থাকবে। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট। শীতের আমেজ চলবে শনিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ল। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন এর সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে।
advertisement
5/6
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আপাতত শুষ্ক আবহাওয়া। আপাতত ৫ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
advertisement
6/6
এদিকে কলকাতায় তাপমাত্রা আরও নামল। ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে পারদ। কলকাতার দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নীচে রয়েছে। কলকাতার তাপমাত্রা আপাতত ১৮/১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। রাতে ও ভোরে শীতের আমেজ বেড়েছে । আগামী কয়েক দিন এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল