West Bengal Weather Update: শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? কোন জেলাগুলিতে বৃষ্টি-কোথায় কাঁপুনি ধরাবে ঠান্ডা জেনে নিন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: উত্তরবঙ্গের বাকি জেলাতে কুয়াশার সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে।
advertisement
1/6

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আর উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা।
advertisement
2/6
শুক্রবার থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশ কিছু ছেলে মেঘলা আকাশ বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পশ্চিমের জেলা ছাড়া বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
3/6
বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া,পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা।
advertisement
4/6
শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনার সান্দাকফু, চটকপুর, টাইগার হিল, ঘুম-সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা এবং সিকিমে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।
advertisement
5/6
উত্তরবঙ্গের বাকি জেলাতে কুয়াশার সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার ফলেই উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন। পূবালী হাওয়াই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে যেমন একদিকে তেমনি দক্ষিণবঙ্গে পূবালী হাওয়া আর পশ্চিমী ঝঞ্ঝার যে সংখ্যা তাতেই হালকা বৃষ্টি সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে।
advertisement
6/6
রাতের তাপমাত্রা বাড়বে। মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকার সম্ভাবনা। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি নেমে গেলেও তা আগামী দু-তিনদিনে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে।