Prosenjit Chatterjee Second Wife: দেবশ্রীর সঙ্গে Divorce-এর পরেই ভালোবেসে বিয়ে... প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা আজ কোথায়? আছেন কেমন?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Prosenjit Chatterjee Second Wife: পরকীয়ার জেরেই ভেঙেছিল দ্বিতীয় বিয়ে? প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতা আজ যে ভাবে দিন কাটাচ্ছেন!
advertisement
1/8

টলিউডের বেতাজ বাদশা, এককথায় 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর দীর্ঘ অভিনয় জীবনে তাঁর কাজ নিয়ে যেমন আলোচনার শেষ নেই তেমনই বার বারই লাইমলাইটে উঠে এসেছে টলিউডের বুম্বাদার ব্যক্তিগত জীবন। টলিপাড়ায় আজও কান পাতলে শোনা যায় সেইসব গল্প। যে গল্পের অন্য এক নায়িকা আজ একেবারেই আলোর আড়ালে। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী, অপর্ণা ঠাকুরতা। আজ কোথায় তিনি?
advertisement
2/8
জীবনপঞ্জি বলছে, ১৯৯২ সালে বাল্যবন্ধু দেবশ্রী রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসেনজিৎ। শোনা যায়, বিয়ের কয়েকদিন পর থেকেই তাদের মাঝে অশান্তি শুরু হয়ে যায়। বছর তিনেকের মধ্যেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। মিডিয়াতে তাদের বিয়ের থেকেও বিচ্ছেদ বেশি চর্চিত হয়েছিল, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন পড়ে না।
advertisement
3/8
দেবশ্রী ছিল প্রসেনজিতের প্রথম ক্রাশ, প্রথম ভালোবাসা। ছোটবেলার বন্ধুত্ব গড়িয়েছিল ছাদনা তলায়। যদিও শেষটা মধুর হয়নি। টেকেনি বিয়ে। অভিনেত্রী দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার পরে দু- দু-বছর ঘরবন্দি ছিলেন বুম্বাদা। এরপর দেবশ্রীকে ভুলতে অপর্ণার হাত ধরেন নায়ক।
advertisement
4/8
১৯৯৭ সালে অপর্ণা ঠাকুরতাকে বিয়ে করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এই দাম্পত্যের বয়সও খুব বেশিদিনের ছিল না। ৫ বছর যেতে না যেতেই ভাঙে সেই সম্পর্ক।
advertisement
5/8
গ্ল্যামার জগতের সঙ্গে নেই কোনও যোগ, তবে নায়িকার চেয়ে কম সুন্দরী নন প্রসেনজিতের প্রাক্তন স্ত্রী অপর্ণা ঠাকুরতা। ভালোবেসে প্রসেনজিতের হাত ধরেছিলেন একদিন। কিন্তু কেন ভেঙেছিল সেই বিয়ে? জানা যায়, প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অপর্ণা। পরকীয়ার অভিযোগেই মূলত প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন তিনি।
advertisement
6/8
অনেকেই হয়ত জানেন না, প্রসেনজিৎ-অপর্ণার এক মেয়েও রয়েছে। নাম প্রেরণা। এখন যে রীতিমতো সুন্দরী যুবতী। পেশায় আইনজীবী প্রসেনজিতের মেয়ে। বিয়ে ভাঙার পর লাইমলাইট থেকে দূরেই থেকেছে প্রসেনজিতের অপর্ণার পরিবার।এখন ব্রিটিশ যুক্তরাজ্যের বাসিন্দা অপর্ণা নিজের শর্তে জীবন কাটাচ্ছেন প্রবাসে। ঘরকন্নাই সামলান, তবে ঘুরতে বেজায় ভালোবাসেন অপর্ণা।
advertisement
7/8
ব্যবসায়ী পরিবারের মেয়ে ছিলেন অপর্ণা। শোনা যায় বিয়ের পরেই দুজনের মধ্যে সমস্যার সূত্রপাত হয়। টলিউডের অন্দরে গুঞ্জন শোনা যায়, সে সময়ে নাকি প্রসেনজিৎ অর্পিতার প্রেমে পড়েছিলেন। আত্মসম্মান বিসর্জন দিয়ে স্বামীর পরকীয়া মেনে নিয়ে বিয়ে টিকিয়ে রাখতে নাকি রাজি হননি অপর্ণা।
advertisement
8/8
প্রসেনজিতের দ্বিতীয় বিয়ে ভাঙে ২০০২ সালে। সেই বছরেই অর্পিতাকে বিয়ে করেন তিনি। জন্ম হয় তৃষাণজিতের। এখন তৃতীয় স্ত্রী এবং ছেলেকে নিয়েই সুখের সংসার প্রসেনজিতের। কোনো প্রাক্তন স্ত্রীর সঙ্গেই আর যোগাযোগ নেই তাঁর।