ডিসেম্বরেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন উত্তম কুমারের নাতি গৌরব !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
গৌরবের বোন মৌ-এর বান্ধবী দেবলীনা। বোনের বিয়ের সূত্রেই আলাপ দুজনের।
advertisement
1/5

টলি পাড়ায় এখন বিয়ের মরশুম। খবর পাওয়া গিয়েছে এ বছরেই বিয়ে করবেন মহানায়ক উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় । যদিও এর আগে ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বিয়ে হয়েছিল গৌরবের। তিন বছর পর ভেঙে যায় সেই সম্পর্ক। অতীতের কথা ভুলে এবার নতুন পথে হাঁটতে চলেছেন গৌরব। দেবলীনা কুমারের সঙ্গে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন গোরব। এবার চার হাত এক হতে চলেছে এই জুটির। photo source Instagram
advertisement
2/5
ডিসেম্বরের ৯ তারিখ বিয়ের পর্ব সারছেন গৌরব-দেবলীনা। যদিও প্রথমে তাঁরা ২৫ ডিসেম্বর ঘটা করে বিয়ে করার কথা ভেবেছিলেন কিন্তু করোনা বদলে দিয়েছে সব কিছু। ৯ তারিখ কাছের কিছু মানুষের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পড়বেন গৌরব ও দেবলীনা । photo source Instagram
advertisement
3/5
আগামী বছর মার্চে বসবে গৌরব-দেবলীনার বিয়ের গ্র্যান্ড রিসেপশন। করোনার জন্যই এই সিদ্ধান্ত। photo source Instagram
advertisement
4/5
গৌরবের বোন মউ-এর বান্ধবী দেবলীনা। মউয়ের বিয়ের সূত্রেই আলাপ দুজনের। photo source Instagram
advertisement
5/5
দেবলীনাকে অরিন্দম শীলের ‘তিরন্দাজ শবর’-এর শ্যুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা যাবে ওই সময়। অন্যদিকে ‘করুণাময়ী রাণী রাসমণি’-র শ্যুটিং নিয়ে ব্যস্ত গৌরব। photo source Instagram