TRENDING:

Baazigar Actor Siddharth Ray: বাজিগর-এর ইনস্পেক্টর করণ, ছাপিয়ে যান শাহরুখকেও! সময়ের বহু আগেই চলে যান সিদ্ধার্থ

Last Updated:
Baazigar Actor Siddharth Ray: গল্পের কেন্দ্রে না থেকেও শুধুমাত্র অভিনয় দক্ষতার জোরে দর্শক-মনে ছাপ ফেলেছিলেন সিদ্ধার্থ রায়। স্বল্পভাষী, মুখচোরা পুলিশ ইনস্পেক্টর করণ সাক্সেনার চরিত্রে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
advertisement
1/8
বাজিগর-এর ইনস্পেক্টর করণ, ছাপিয়ে যান শাহরুখকেও! সময়ের বহু আগেই চলে যান সিদ্ধার্থ
সাল ১৯৯৩। মুক্তি পেয়েছিল 'বাজিগর'। ধূসর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন শাহরুখ খান। তবে তিনি একা নন, গল্পের কেন্দ্রে না থেকেও শুধুমাত্র অভিনয় দক্ষতার জোরে দর্শক-মনে ছাপ ফেলেছিলেন সিদ্ধার্থ রায়। স্বল্পভাষী, মুখচোরা পুলিশ ইনস্পেক্টর করণ সাক্সেনার চরিত্রে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
advertisement
2/8
১৯৬৩ সালের ১৯ জুলাই বাঙালি পরিবারে জন্মেছিলেন সিদ্ধার্থ। তাঁর বাবা ড. সুব্রত রায় ছিলেন একজন অর্থনীতিবিদ। তাঁর মা চারুশীলা রায়ের বাবা ছিলেন বিখ্য়াত পরিচালক ভি শান্তারাম।
advertisement
3/8
খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা রাখেন সিদ্ধার্থ। হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।
advertisement
4/8
শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয়ে হাতেখড়ি। দাদুর পরিচালিত ছবিতেই অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন সিদ্ধার্থ। এর পর 'পানাহ', 'বংশ', 'যুদ্ধপথ'-এর মতো একের পর এক ছবি করেন তিনি।
advertisement
5/8
তবে জনপ্রিয়তা আসে 'বাজিগর'-এর হাত ধরেই। অনেকে বলেন, ছবির বেশ কিছু দৃশ্য়ে শাহরুখকেও ছাপিয়ে গিয়েছিল তাঁর অভিনয়। ছবিতে 'ছুপানা ভি নেহি আতা' গানটি দৃশ্য়ায়িত হয়েছিল সিদ্ধার্থের উপর।
advertisement
6/8
১৯৯২ সালে দক্ষিণী অভিনেত্রী ভানুপ্রিয়ার বোন শান্তিপ্রিয়াকে বিয়ে করেন সিদ্ধার্থ। শান্তিপ্রিয়াও পেশায় একজন অভিনেত্রী। দীর্ঘ দিন ধরে সম্পর্কে থাকার পর সাতপাক ঘুরেছিলেন তাঁরা। দুই ছেলেও আছে তাঁদের।
advertisement
7/8
পেশাগত ও পারিবারিক, দু'দিকই সমান তালে সামলাচ্ছিলেন সিদ্ধার্থ। কিন্তু খুব বেশি দিন সাফল্য় উপভোগ করতে পারেননি তিনি।
advertisement
8/8
২০০৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০-এই মারা যান সিদ্ধার্থ। তবে দর্শক তাঁকে আজও মনে রেখেছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Baazigar Actor Siddharth Ray: বাজিগর-এর ইনস্পেক্টর করণ, ছাপিয়ে যান শাহরুখকেও! সময়ের বহু আগেই চলে যান সিদ্ধার্থ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল