TRENDING:

Vikram Bhatt Arrest: ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!

Last Updated:
advertisement
তিরিশ কোটি টাকা প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷ এ দিন মুম্বই এবং রাজস্থান পুলিশ যৌথ অভিযান চালিয়ে নামী এই পরিচালককে তাঁর শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার করে বলে খবর৷ বিক্রম ভাট ছাড়াও এই মামলায় তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাট ছাড়াও আরও ছ জন অভিযুক্ত৷
প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷
প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷
advertisement

গ্রেফতারির পর বিক্রম ভাটকে বান্দ্রার আদালতে পেশ করে তাঁকে ট্রানজিট রিমান্ডে উদয়পুর নিয়ে যাওয়ার আবেদন জানাবে রাজস্থান পুলিশ৷ সাত দিন আগেই বিক্রম ভাট সহ অভিযুক্তদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল উদয়পুর পুলিশ৷ তাঁদের বিদেশ যাত্রার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়৷ ৮ ডিসেম্বরের মধ্যে বিক্রম ভাটকে উদয়পুর পুলিশের সামনে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল৷

advertisement

উদয়পুরের বাসিন্দা অজয় মুরদিয়া নামে একজন চিকিৎসক বিক্রম ভাট সহ বাকিদের বিরুদ্ধে ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন৷ তাঁর অভিযোগ ছিল, ২০০ কোটি টাকা লাভের টোপ দেখিয়ে তাঁর থেকে এই তিরিশ কোটি আত্মসাৎ করেছেন বিক্রম এবং তাঁর ঘনিষ্ঠরা৷ অভিযুক্তদের তালিকায় বিক্রম ভাটের মেয়ে কৃষ্ণার নামও রয়েছে৷

অজয় মুরদিয়া নামে ওই চিকিৎসক তাঁর প্রয়াত স্ত্রীর নামে একটি বায়োপিক তৈরি করতে চেয়েছিলেন৷ নিজের ইচ্ছের কথা উদয়পুরের বাসিন্দা দীনেশ কাটারিয়া নামে এক ব্যক্তিকে জানিয়েছিলেন ওই চিকিৎসক৷ দীনেশের মাধ্যমেই ২০২৪ সালের এপ্রিল মাসে মুম্বইয়ের বৃন্দাবন স্টুডিও-তে বিক্রম ভাটের সঙ্গে সাক্ষাৎ হয় অজয় মুদারিয়ার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, সবার চোখেই অশ্রু, বিদায় নিচ্ছেন প্রিয় শুভ্রাংশু স্যার
আরও দেখুন

অভিযোগ, সেই বৈঠকেই সিনেমা তৈরি সংক্রান্ত যাবতীয় বিষয়ের দায়িত্ব নিতে রাজি হন বিক্রম৷ তার বিনিময়ে প্রয়োজনীয় অর্থের দাবি জানান তিনি৷ যদিও এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন বলে গ্রেপ্তারির আগে দাবি করেছিলেন পরিচালক।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Vikram Bhatt Arrest: ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল