OYO Room Rules: OYO-তে রুম চাই...? সমস্ত 'ওয়ো' হোটেলই কি 'আনম্যারেড' দম্পতিদের 'না' বলছে? জানুন সম্পূর্ণ 'গাইডলাইন্স'! নইলে হবে 'ভুল'
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
OYO Room Rules: সমস্ত OYO হোটেল কি অবিবাহিত দম্পতিদের না বলছে? আপনি কি আদৌ জানেন দেশের অলিগলিতে ছড়িয়ে থাকা ওয়ো হোটেলে চেক ইন করার জন্য কতটা নিরাপদ। জানেন তাদের জন্য কী কী নিয়মে বদল হল? কী বলছে ওয়ো হোটেলের নতুন গাইডলাইন্স। জানুন স্পষ্ট ভাবে।
advertisement
1/13

কাপল ফ্রেন্ডলি আর নয়? এবার OYO নিয়ে এল বড় নির্দেশ। OYO হোটেল রুম বুক করার ক্ষেত্রে অবিবাহিত দম্পতিদের জন্য চেক-ইন সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে সংস্থা। জানা যাচ্ছে এই নতুন নিয়মের অধীনে বলা হয়েছে দম্পতিদের এখন হোটেল রুমে চেক-ইন করতে তাদের সম্পর্কের আইডি বা ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে।
advertisement
2/13
যদিও এর আগে OYO মানেই কার্যত ছিল সেই বিশেষ হোটেল যেখানে সবচেয়ে বেশি যান আনম্যারেড কাপল অর্থাৎ অবিবাহিত দম্পতিরা। অনেক দম্পতি অনেক সময় প্রথমে ওয়ো হোটেলই পছন্দ করেন। কিন্তু দম্পতিদের জন্য 'ওয়ো' হোটেল কতটা নিরাপদ এই নিয়ে প্রশ্ন থাকে তাদের অনেকেরই মনে।
advertisement
3/13
আপনি কি আদৌ জানেন দেশের অলিগলিতে ছড়িয়ে থাকা ওয়ো হোটেলে চেক ইন করার জন্য কতটা নিরাপদ। জানেন তাদের জন্য কী কী নিয়মে বদল হল? কী বলছে ওয়ো হোটেলের নতুন গাইডলাইন্স। জানুন স্পষ্ট ভাবে।
advertisement
4/13
সমস্ত OYO হোটেল কি অবিবাহিত দম্পতিদের না বলছে?সংশোধিত নির্দেশিকাগুলির অধীনে, বুকিং করা সমস্ত দম্পতিকে চেক-ইন করার সময় সম্পর্কের বৈধ প্রমাণ দিতেই হবে। এই নিয়ম অনলাইন বুকিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য।
advertisement
5/13
OYO অংশীদার হোটেলগুলিকে তাদের রায়ের ভিত্তিতে বুকিং গ্রহণ বা প্রত্যাখ্যান করার বিচক্ষণতা দিয়েছে সংস্থা। স্থানীয় সামাজিকতা ও সংবেদনশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নির্দেশ বলে একটি বিবৃতিতে জানিয়েছে OYO।
advertisement
6/13
সংশোধিত নীতিতে পরিবার, ছাত্র, ব্যবসা, ধর্মীয় এবং একক ভ্রমণকারীদের জন্য নিরাপদ অভিজ্ঞতা প্রদানকারী একটি ব্র্যান্ড হিসাবে নিজেদের ভাবমূর্তি তুলে ধরতে উদ্যোগী সংস্থা।
advertisement
7/13
আপাতত, OYO দেশে মিরাট শহরে এই নতুন গাইডলাইন্স বাস্তবায়ন করেছে। সংস্থার সম্পর্কে জানা গিয়েছে গ্রাউন্ড ফিডব্যাকের উপর নির্ভর করে, সংস্থাটি এই নিয়মকে অন্যান্য শহরে সম্প্রসারিত করার পরিকল্পনা করেছে।
advertisement
8/13
কালো তালিকাভুক্ত হোটেল:OYO প্যান-ভারত উদ্যোগ শুরু করেছে। যার মধ্যে অংশীদার হোটেলগুলি এবং পুলিশও জড়িত। এই উদ্যোগের মাধ্যমে, এটি এমন হোটেলগুলিকে 'কালো' তালিকাভুক্ত করছে যেগুলি অনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করছে, অন্যায় ভাবে OYO ব্র্যান্ডিং ব্যবহার করে চলেছে। এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও এই উদ্যোগ।
advertisement
9/13
তাই আগামী দিনে আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে 'ওয়ো' হোটেলে যান, তাহলে প্রথমে নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ কম মূল্যের লোভে পরে OYO হোটেলে রুম বুক করেন কিন্তু এক্ষেত্রে অনেক সময় আপনাকে অনেক নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়। তাই নিয়ম ও নিরাপত্তা সংক্রান্ত সাবধানতা নিয়ে ওয়াকিব হাল থাকা জরুরি।
advertisement
10/13
যে কোনও শহরে হোটেল খোঁজার সময় ফিল্টারে 'OYO স্বাগতম দম্পতি' বিকল্পটি নির্বাচন করুন।
advertisement
11/13
আপনি যদি OYO অ্যাপে 'রিলেশনশিপ' বা 'সম্পর্ক' মোড সক্ষম করতে পারেন তবে আপনি কোনও আইনি সমস্যার মুখোমুখি হবেন না।
advertisement
12/13
আপনার যদি কোনও অভিযোগ থাকে, আপনি 9313931393 নম্বরে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন অথবা help.oyorooms.com-এ একটি ই-মেল পাঠাতে পারেন।
advertisement
13/13
জানা জরুরি, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট ১৯৮৫-এর অধীনে OYO হোটেলে অবৈধ ওষুধ এবং পদার্থ নিয়ে যাওয়ার কোনও অনুমতি নেই। এটা সম্পূর্ণ অবৈধ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
OYO Room Rules: OYO-তে রুম চাই...? সমস্ত 'ওয়ো' হোটেলই কি 'আনম্যারেড' দম্পতিদের 'না' বলছে? জানুন সম্পূর্ণ 'গাইডলাইন্স'! নইলে হবে 'ভুল'