Money Making Tips: নিমেষেই তৈরি হচ্ছে রুটি, এই মেশিন কিনে আপনিও করতে পারবেন ব্যবসা!
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
New Business Ideas: চলে এল রুটি তৈরি মেশিন আর এই মেশিনে এক সাথে ১০০০টি রুটি বেরিয়ে আসছে।
advertisement
1/5

রুটির দোকানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর দিন শেষ ! মেশিনেই তৈরি হচ্ছে হাজার হাজার রুটি নদীয়ার রানাঘাটে। আপনিও করতে পারেন এই ব্যবসা জেনে নিন বিস্তারিত। আজকাল সব বাড়িতে রুটি খাওয়ার প্রবণতা বেড়েছে তেমনি আর মা, গৃহবধূদের একটু কষ্ট লাঘব করতে গৃহকর্তা বা পরিবারের কর্তারা রুটি কিনে আনা অনেক সুবিধা পান। যে ভাবে বাজারে আটার দাম বেড়েছে তারপর ঝক্কি আটা মাখো লেচি করো, বেলো চাটু তে দাও আগুনে সেকা কত ঝামেলা ঝনঝাট তার উপরে সময় নষ্ট !
advertisement
2/5
অন্যদিকে একান্নবর্তী পরিবার মাত্র দুই একজনে ঠেকেছে ।তাই সব কিছু শিকেয় তুলে বাজার থেকে রুটি কিনে আনাই ভালো। আর এই রুটি তৈরি আর বিক্রির জন্য এখন পাড়ায় পাড়ায় রুটির দোকান। বেশ চলছিল ভিড় হচ্ছে লাইন দিয়ে রুটিও বিক্রি হচ্ছে। লাইনে দাঁড়িয়ে রুটি বাড়িতে নিয়ে যাওয়া বেড়ে গেছে। তবে আধুনিক বেড়া জালে আরও আধুনিক হয়ে উঠেছে।
advertisement
3/5
চলে এল রুটি তৈরি মেশিন আর এই মেশিনে এক সাথে ১০০০টি রুটি বেরিয়ে আসছে। না আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না হাতে গরম রুটি গেলেই পেয়ে যাবেন তাড়াতাড়ি। আর প্রত্যেক দিন ৭০০থেকে ৮০০ রুটি বিক্রি হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত এই রুটি বিক্রি হচ্ছে।
advertisement
4/5
এই রুটি তৈরির মেশিন কিনে আপনিও শুরু করতে পারেন ব্যবসা। বেশ কিছু কোম্পানি এই রুটি তৈরির অটোমেটিক মেশিন এখন প্রস্তুত করছেন। দাম কয়েক লক্ষ টাকা হলেও বিভিন্ন কোম্পানিতে মাসিক কিস্তির ব্যবস্থাও রয়েছে বলে জানা যায়। বিস্তারিত জানতে ইন্টারনেটে তথ্য সার্চ করলেই একাধিক কোম্পানির নাম উঠে আসবে। আপনি আপনার পছন্দের মত কোন কোম্পানিতে যোগাযোগ করলেই নিতে পারবেন রুটি তৈরি মেশিন এবং শুরু করতে পারবেন নিজের ব্যবসা।
advertisement
5/5
আর বেশ সাড়া ফেলে দিয়েছে রানাঘাটের একমাত্র এই মেশিন রাজবাগান পাড়ায় তৈরি হয়েছে। দামও বেশি নয়, বাজারদরের সমতুল্য। মেশিন আসলেও হাতে তৈরি রুটি উনুনে গরম চাটু তে রুটি দিয়ে উনুনের সেখা রুটি স্বাদ একটু ভালো লাগে বলে দাবি করলেন রানাঘাটের রুটি ব্যবসায়ীরা। তবে প্রতিযোগিতায় নেমে পড়েছে মেশিন তৈরি রুটির সঙ্গে হাতে তৈরি রুটির। রানাঘাট বাসি সময় নষ্ট করে অপেক্ষা করে রুটি কিনবেন না গিয়ে তাড়াতাড়ি রুটি কিনবেন এটাই এখন দেখার প্রতিযোগিতায় কে এগোবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: নিমেষেই তৈরি হচ্ছে রুটি, এই মেশিন কিনে আপনিও করতে পারবেন ব্যবসা!