New Business Idea: মুরগি বার্ড ফ্লু আক্রান্ত নয়তো? কী করে বুঝবেন রইল চিকিৎসকের পরামর্শ
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
New Business Idea: মুরগির মধ্যে এসব লক্ষণ দেখলে দ্রুত আলাদা করুন এবং পশু চিকিৎসকের পরামর্শ নিন। খামার ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।আক্রান্ত মুরগি ও মৃত পাখি নিরাপদভাবে মাটিতে পুঁতে ফেলুন বা স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন।
advertisement
1/6

জলপাইগুড়ি: আতঙ্কে ভুগছেন যে, এই বুঝি আপনার মুরগিও বার্ড ফ্লু-এ আক্রান্ত হল? ভয় পাবেন না, জানুন চিকিৎসকের পরামর্শ।যাদের বাড়িতে মুরগি রয়েছে তাদের সব থেকে বড় প্রশ্ন, মুরগি বার্ড ফ্লু আক্রান্ত কিনা বুঝবেন কীভাবে? প্রতীকী ছবি ৷
advertisement
2/6
শীতের সময় বার্ড ফ্লুর প্রকোপ বাড়তে পারে, যা শুধু মুরগির জন্য নয়, মানুষের জন্যও বিপজ্জনক হতে পারে। তাই মুরগি পালনকারীদের সচেতন থাকা জরুরি। প্রতীকী ছবি ৷
advertisement
3/6
বিশিষ্ট চিকিৎসকের মতে, মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হলে কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায়। হঠাৎ করে মৃত্যু (অনেক সময় একাধিক মুরগি একসঙ্গে মারা যায়)। খাবারে অরুচি ও জলের প্রতি অনাগ্রহ। এছাড়াও, মুখ, ঝুঁটি ও পায়ের রঙ নীলচে হয়ে যাওয়া। প্রতীকী ছবি ৷
advertisement
4/6
শ্বাসকষ্ট, কাশি বা ঘড়ঘড় শব্দ হওয়া। ডিম উৎপাদন কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। পাতলা ও সবুজাভ ডায়রিয়া হওয়ামুরগির মধ্যে এই লক্ষণ গুলি পরিলক্ষিত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিন্তু, প্রাথমিকভাবে কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রতীকী ছবি ৷
advertisement
5/6
মুরগির মধ্যে এসব লক্ষণ দেখলে দ্রুত আলাদা করুন এবং পশু চিকিৎসকের পরামর্শ নিন। খামার ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।আক্রান্ত মুরগি ও মৃত পাখি নিরাপদভাবে মাটিতে পুঁতে ফেলুন বা স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। প্রতীকী ছবি ৷
advertisement
6/6
বাজার থেকে মুরগি কেনার আগে সতর্ক থাকুন এবং ভালভাবে সেদ্ধ করে রান্না করুন। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পদক্ষেপ নিলে সংক্রমণ রোধ করা সম্ভব। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: মুরগি বার্ড ফ্লু আক্রান্ত নয়তো? কী করে বুঝবেন রইল চিকিৎসকের পরামর্শ