দেশে সবচেয়ে কম দামে মোটরবাইক আনতে চলেছে এই সংস্থা, পৌঁছে যাবে গ্রামে গ্রামে
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে মানুষ চেষ্টা করছেন বাস, ট্রামের বদলে নিজস্ব বাইক বা গাড়ি ব্যবহার করতে। সেই বাজারের দিকেই ফিরছে হন্ডা।
advertisement
1/5

• হন্ডার তৈরি CD 110 Dream এখনও পর্যন্ত দেশের সবচেয়ে কম দামের মধ্যে ভাল মটোরবাইক। দিল্লি এক্স শো রুম এই বাইকের দাম ৬৪ হাজার টাকা। কোথাও কোথাও এটির দাম আরও কম। এবার তারথেকেও কমে বাইক আনার কথা বলছে হন্ডা। (প্রতীকী ছবি)
advertisement
2/5
• Honda Motorcycle and Scooter India (HMSI)–এর ম্যানেজিং ডিরেক্টর Atsushi Ogata জানিয়েছেন, সংস্থা চাইছে আরও কম দামে দেশের মানু্ষের কাছে বাইক পৌঁছে দিতে। কারণ, এখনও গ্রামে সংস্থার বাইকের বেশি বিক্রি নেই। (প্রতীকী ছবি)
advertisement
3/5
• সেই কারণেই এটি নতুন করে সাধারণ মানুষের হাতে বাইক পৌঁছে দিতে আরও কমদামে বাইক বিক্রির লক্ষ্যে এগোচ্ছে। ৫–১০ বছর নয়, খুব তাড়াতাড়ি সেই কম দামের বাইক বাজারে আসতে পারে বলে জানিয়েছেন তিনি। (প্রতীকী ছবি)
advertisement
4/5
• এছাড়া, বৃহস্পতিবার বাজারে এসেছে CB Hornet 200R। বেশি দামের বাইকের ক্ষেত্রে এটি নতুন করে বাজার তৈরি করবে বলে মনে করছে সংস্থা। (প্রতীকী ছবি)
advertisement
5/5
• তবে একথা ঠিক, গ্রামের যাতায়াতে এখন অনেকেই বাইকের ওপর নির্ভর করেন। ফলে হন্ডা যদি নতুন করে সবচেয়ে কম দামে বাইক আনতে পারে, তাহলে বাজার দখল করবে তাঁরাই। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দেশে সবচেয়ে কম দামে মোটরবাইক আনতে চলেছে এই সংস্থা, পৌঁছে যাবে গ্রামে গ্রামে