Cigarette Price Hike: ১৮ টাকার সিগারেট হবে ৭২ টাকা! বিক্রি কমাতে আইন আনছে কেন্দ্র, পাশ হয়ে গেল বিল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নতুন এই বিলটির নাম কেন্দ্রীয় শুল্ক (সংশোধনী) বিল ২০২৫৷ ইতিমধ্যেই এই বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে৷
advertisement
1/6

সরকারি আধিকারিকদের দাবি, নতুন পাশ হওয়া এই বিল আইনে পরিণত হলে বর্তমানে যে সিগারেটের এক পিসের দাম ১৮ টাকা, সেটিই বেড়ে দাঁড়াবে ৭২ টাকা৷
advertisement
2/6
নতুন এই বিলটির নাম কেন্দ্রীয় শুল্ক (সংশোধনী) বিল ২০২৫৷ ইতিমধ্যেই এই বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে৷
advertisement
3/6
অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই বিলটি সংসদে পেশ করেন৷ সিগারেট সহ তামাক এবং তামাকজাত দ্রব্য, সিগার, হুকাহের তামাক, জর্দার উপরে শুল্ক এবং সেসের হার পুনর্নির্ধারণ করাই এই বিলের মূল উদ্দেশ্য৷
advertisement
4/6
কেন্দ্রীয় শুল্ক আইন ১৯৪৪ অনুযায়ী, বর্তমানে প্রত্যেক ১০০০টি সিগারেটের জন্য ২০০ টাকা থেকে ৭৩৫ টাকা পর্যন্ত শুল্ক চাপানো হয়৷ সিগারেটের দৈর্ঘ্য এবং ধরনেক তারতম্যের উপরে এই হার নির্ভর করে৷
advertisement
5/6
নতুন সংশোধনীতে প্রত্যেক ১০০০ পিস সিগারেটের উপরে শুল্কের হার বাড়িয়ে ২৭০০ থেকে ১১০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে৷
advertisement
6/6
খাওয়ার জন্য ব্যবহৃত তামাকের উপরে শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ হুকাহ-র তামাকের উপরে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ থেকে ৪০ শতাংশ করা কথা বলা হয়েছে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Cigarette Price Hike: ১৮ টাকার সিগারেট হবে ৭২ টাকা! বিক্রি কমাতে আইন আনছে কেন্দ্র, পাশ হয়ে গেল বিল