SUV প্রেমীদের জন্য Nissan-এর নতুন উপহার KICKS, গাড়িটিতে ফিচার্স কী রয়েছে ? জেনে নিন
Last Updated:
advertisement
1/4

গাড়িপ্রেমীদের জন্যে দারুণ খবর! SUV প্রেমীদের কথা মাথায় রেখে বাজারে এল জাপানের সংস্থা Nissan-এর নয়া গাড়ি ‘কিকস’। একেবারে নতুন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে গাড়িটি। কলকাতায় বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল নিসানের এই নতুন এসইউভি ৷
advertisement
2/4
বাইরের লুকে তো বটেই, গাড়ির ইন্টিরিয়ার সাজসজ্জাও চমকে দেওয়ার মতো। কলকাতায় এসে নিসান ইন্ডিয়া অপারেশনসের প্রেসিডেন্ট থমাস কুয়েলের দাবি, গাড়িটির ডিজাইন, ইন্টিরিয়র থেকে শুরু করে আর বাদ বাকী যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা গাড়ি চালানোর মজাটা আরও বাড়িয়ে তুলবে। XL, XV, XV Premium ও XV Premium+ এই চার মডেলে কিকস লঞ্চ হয়েছে ৷ দামও মোটামুটি প্রিমিয়াম এসইউভি-র তুলনায় সাধ্যের মধ্যেই ৷ কলকাতায় সংস্থার শো-রুমে গাড়িগুলির দাম শুরু ৯.৫৫ লক্ষ টাকা থেকে শুরু করে ১৪,৬৫ লক্ষ টাকা পর্যন্ত ৷ পেট্রোল মডেল হিসেবে অবশ্য XL এবং XV এই দুটি মডেলই পাওয়া যাচ্ছে নিসানের ৷
advertisement
3/4
এই গাড়ি চেন্নাইয়ের নিসান এবং রেনল্টের যৌথ মালিকানায় থাকা প্ল্যান্টে তৈরি হবে। গাড়িটি লম্বায় ৪৩৮৪ মিলিমিটার, চওড়ায় ১৮১৩ এবং উচ্চতা ১৬৫৬ মিমি। গাড়িতে থাকছে ‘বুমেরাং’ আকারের এলইডি ল্যাম্প।
advertisement
4/4
গাড়িটিতে থাকছে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার এবং ডিজেল ইঞ্জিনে থাকছে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার। থাকছে অ্যারাউন্ড ভিউ মনিটর(AVM)-৩৬০ ডিগ্রি ক্যামেরা, যা কম্প্যাক্ট এসইউভি’র ক্ষেত্রে প্রথমবার আনা হয়েছে বলেই দাবি সংস্থার ৷ এছাড়া Intelligent Trace Control ( Vehicle Dynamics Control), ABS ( EBD and Braking Assistance), Cruise Controls, Smart Vision- Auto Headlamps-র মতো আরও অনেক আধুনিক ফিচার্স এই গাড়ির অন্যতম প্রধান বড় আকর্ষণ ৷ Photo Source: Twitter
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SUV প্রেমীদের জন্য Nissan-এর নতুন উপহার KICKS, গাড়িটিতে ফিচার্স কী রয়েছে ? জেনে নিন