TRENDING:

Alipurduar Major Accident|| কালচিনিতে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে গেল ৬ গাড়ি

Last Updated:
Major road accident on Nimti National Highway: কালচিনি ব্লকের নিমতি এলাকার ৩১ নং জাতীয় সড়কে শুক্রবার ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন পাঁচজন। দুর্ঘটনার শিকার ৬ গাড়ি।
advertisement
1/10
কালচিনিতে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে গেল ৬ গাড়ি
*জাতীয় সড়কে মানা হচ্ছে না ট্রাফিক আইন। ওভারটেক যেন নিত্য ঘটনা।এই ওভারটেকের পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে, তার প্রমাণ মিলল শুক্রবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের নিমতি এলাকায়।
advertisement
2/10
*কালচিনি ব্লকের নিমতি এলাকার ৩১ নং জাতীয় সড়কে শুক্রবার ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন পাঁচজন। দুর্ঘটনার শিকার হয়েছে ৬টি গাড়ি।গাড়িগুলির পরিস্থিতি খুবই খারাপ।
advertisement
3/10
*জানা গিয়েছে, এ দিন বিকেলে নিমতি এলাকায় জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ি গামী একটি পর্যটকবোঝাই বাস চলছিল।তাকে ওভারটেক করে একটি বাইক। বাসচালক বাইক আরোহীকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে গিয়ে ডানদিকে গাড়ি নিয়ে যায়।সেইসময় পাশে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।
advertisement
4/10
*সেই সময় বাইক আরোহী বাসের নিচে ঢুকে পড়ে বাইক নিয়ে । পরবর্তীতে পর্যটক বোঝাই ওই বাসটি সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকটর ও দুটি ছোটো গাড়িকে ধাক্কা দেয়। ঘটনার জেরে প্রায় আধঘন্টা গাড়ি চলাচল থেমে যায় এই এলাকায়।
advertisement
5/10
*জানা গিয়েছে, বাসটি কোচবিহারের রামপুর থেকে শিলিগুড়ির এনজেপি যাচ্ছিল। এনজেপি থেকে দিঘার ট্রেন ধরার কথা ছিল পর্যটকদের। ঘটনায় বাসে থাকা চারজন যাত্রী মারাত্মক ভাবে জখম হন। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক।
advertisement
6/10
*বাকি ৩০ জন যাত্রী অল্প আহত হয়েছেন। আহতদের লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাসের নিচে চলে যাওয়া বাইক আরোহীকে কালচিনি থানার পুলিশ বের করে। তাকে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন‍্য।
advertisement
7/10
*কালচিনির নিমতি এলাকায় দুর্ঘটনা লেগেই থাকে। গত ২ দিন আগে নিমতি জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের বেলায় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে রাস্তায়।
advertisement
8/10
*স্থানীয় সূত্রে খবর, 'বুধবার রাতে নিমতির জাতীয় সড়কে দুটো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং নিমেষের মধ্যেই দুটো গাড়িতে আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় আলিপুরদুয়ার ও হাসিমারার দমকল বাহিনী। ভোরবেলায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
9/10
*ট্রাফিক পুলিশের পক্ষ থেকে 'সেফ ড্রাইভ, সেভ লাইভ' নিয়ে প্রচার চালানো হচ্ছে। কিন্তু এই এলাকায় ট্রাফিক নিয়ম কতটা মানা হচ্ছে তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। পুলিশের পক্ষ থেকে বালবার বলা হচ্ছে জাতীয় সড়কে সাবধানতা বজায় রাখার কথা।
advertisement
10/10
*বাইক চালকদের মাথায় হেলমেট পড়া-সহ, গাড়িচালকদের সিট বেল্ট লাগাতে বলা হচ্ছে। ওভারটেক করতে বারণ করা হচ্ছে। ট্রাফিক নিয়মের বেড়াজাল কীভাবে ভাঙছেন বাইক ও গাড়ির চালকেরা? তা নিয়ে প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন।
বাংলা খবর/ছবি/আলিপুরদুয়ার/
Alipurduar Major Accident|| কালচিনিতে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে গেল ৬ গাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল