TRENDING:

West Medinipur News|| শুঁড়ে পেঁচিয়ে সপাটে আছাড় দাঁতালের! ঝাড়গ্রামে ৮ দিনে হাতির হানায় মৃত ৫

Last Updated:

Wild Elephant attacks villagers everyday in Jhargram: বুধবার রাতে হাতি তাড়ানোর কাজে যুক্ত হুলা পার্টির এক সদস্যকে হাতি আছাড় মারে। গত আট দিনে ঝাড়গ্রাম জেলায় হাতির হামলায় মৃত্যু হয়েছে পাঁচ জনের, আহত হয়ে চিকিৎসাধীন আরও তিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে যেভাবে দিনের পর দিন হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে তাতে ঝাড়গ্রামের বাসিন্দারা নাজেহাল। গত কয়েক মাস আগে ঝাড়গ্রাম বনদফতরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ঝাড়গ্রাম জেলা থেকে হাতির দল ঝাড়খণ্ডের দলমাতে পাঠিয়ে দেওয়া হবে। সেই মাফিক ঝাড়খণ্ডের দলমাতে পাঠিয়েও দেওয়া হয়।
advertisement

কিন্তু সেই দলমা জঙ্গল থেকে ৩৫টি হাতি ঝাড়গ্রাম জঙ্গলে ফের ফিরে আসে। যার ফলে দিনের পর দিন হাতির হানায় মৃত্যু মিছিল বেড়েই চলেছে ঝাড়গ্রামে। পাশাপশি হাতির হামলার ঘটনা ঝাড়গ্রাম জুড়ে অব্যাহত। গত আট দিনে ঝাড়গ্রাম জেলায় হাতির হামলায় মৃত্যু হয়েছে পাঁচ জনের, আহত হয়ে চিকিৎসাধীন আরও তিন।

আরও পড়ুনঃ কলকাতাতেও হোম-স্টে! দুর্গাপুজোয় তিলোত্তমাকে ঘিরে বিরাট পরিকল্পনা রাজ্যের

advertisement

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে হাতি তাড়ানোর কাজে যুক্ত হুলা পার্টির এক সদস্যকে হাতি আছাড়ে ফেলে দেয়। যার ফলে বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। গত কয়েকদিন আগে বনদফতরের আধিকারিককে সাংবাদিকরা প্রশ্ন করলে, তিনি মুখ ফেরান। শুধু বনদফতরের কর্মীদের বিরুদ্ধে নয়, জেলার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বন প্রতিমন্ত্রী তথা ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক বিরবাহা হাঁসদার বিরুদ্ধে।

advertisement

View More

স্থানীয়দের অভিযোগ, রাজ্যের স্থানীয় বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী মানুষের সমস্যায় বিরবাহা হাঁসদাকে কোনওদিন দেখতে পাওয়া যায় না, কেবল সরকারি অনুষ্ঠান ছাড়া। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের একটাই প্রশ্ন কবে তাঁরা রেহাই পাবেন এই হাতির তাণ্ডব থেকে?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Partha Mukherjee 

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News|| শুঁড়ে পেঁচিয়ে সপাটে আছাড় দাঁতালের! ঝাড়গ্রামে ৮ দিনে হাতির হানায় মৃত ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল