এদিকে, জেলাজুড়ে একশো শতাংশ টিকাকরণ সম্পূর্ণ করতে বদ্ধপরিকর পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর (West Medinipur Omicron Fear)। জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে, দাঁতন-১ নং ব্লক স্বাস্থ্য দফতরের বিশেষ উদ্যোগে এবার দাঁতনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইঁট ভাটা গুলো'তে কর্মরত ভিন জেলা ও রাজ্যের শ্রমিকদের কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হল। লক্ষ্য একটাই, এলাকায় থাকা প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ করা। তাই, দুয়ারে ভ্যাকসিন নিয়ে হাজির হচ্ছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। একপ্রকার খুঁজে খুঁজে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এখনও যারা প্রথম অথবা দ্বিতীয় ডোজ নেননি তাঁদের।
advertisement
সম্প্রতি, দাঁতন ১ নং ব্লকের বিভিন্ন ইঁট ভাটায় কর্মরত ভিন জেলা ও রাজ্যের শ্রমিকদের দেওয়া হল কোভিড ভ্যাকসিন। এই সমস্ত শ্রমিকরা নিজেদের ঘর-বাড়ি ছেড়ে ইঁট ভাটার কাজে যোগ দিয়েছেন পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়খণ্ড, বিহার প্রভৃতি রাজ্য থেকে এসে। এদের কেউবা প্রথম ডোজ নিয়েছিলেন, কেউবা তাও নেননি! ব্লক স্বাস্থ্য দফতর এগিয়ে না এলে হয়তো ডোজ সম্পূর্ণই হতনা তাঁদের। তবে, স্থানীয় প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দফতর বিশেষ উদ্যোগ নিয়ে, একেবারে ইঁট ভাটায় পৌঁছে গিয়ে ভ্যাকসিন প্রদান করল পুরুলিয়ার মহাবীর কিংবা ঝাড়খণ্ডের চক্রধর'দের (West Medinipur Omicron Fear)। মহাবীর বললেন, "বর্ষার সময় ইঁট ভাটা বন্ধ ছিল। সেই সময় বাড়িতে ছিলাম। আগস্ট মাসে প্রথম ডোজ নিয়েছিলাম। দ্বিতীয় ডোজ নেওয়া হয়নি! অনেক ধন্যবাদ, আমাদের কাছে এসে এভাবে ভ্যাকসিন দিয়ে গেলেন স্বাস্থ্যকর্মী দিদিরা"। স্বাস্থ্য দফতরের এই উদ্যোগে খুশি ইঁট ভাটার মালিকরাও।
Partha Mukherjee