প্রতিবেশী ওই যুবক বর্তমানে রাজ্যের বাইরে রয়েছে বলে সুত্রের খবর।গত দুই মাস আগে ওই গৃহবধু নিজের বাড়ির কাছে একটি অস্থায়ী বাথরুমে স্নান করছিল।আর দূর থেকে মোবাইলে ওই গৃহবধূর স্নান করার ভিডিও তুলে নেয় ওই প্রতিবেশী যুবক। পরে ভিডিও কলের মাধ্যমে ওই স্নানের ভিডিও গৃহবধুকে দেখিয়ে শরীরের আরও বিভিন্ন অংশ দেখাতে বলে।ভয়ে ওই গৃহবধূ তাও করে।তারপর সেই ছবিও স্ক্রীন শট নিয়ে আবার ওই গৃহবধুকে পুনরায় সহবাসের প্রস্তাব দেয় এবং ব্ল্যাকমেল করে বলে যদি সহবাস না করে তাহলে ভিডিও ভাইরাল করে দেবে।
advertisement
আরও পড়ুন: অবৈধ সম্পর্কের জের! স্বামীকে মদের সঙ্গে একী মিশিয়ে খাইয়ে দিল স্ত্রী! ভয়াবহ
আর তারপরেই পুরো ঘটনা ওই গৃহবধূ তার স্বামীকে ফোনে জানায়৷ গৃহবধূর স্বামী কাজের সুত্রে বাইরে থাকতেন।তিনি তাঁর স্ত্রীকে বাইরে ডেকে নেন।তারপরেও ওই গৃহবধুকে ফোনে হুমকি দেয়। আর তারপরেই নিজের বাড়িতে ফিরে এসে পুলিশের দ্বারস্থ হয় ওই গৃহবধূ।ডেবরা থানায় একদিন আগেই লিখিত অভিযোগ দায়ের করে৷ অভিযোগ হওয়ার পর শনিবার থেকে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।এই বিষয়ে কি কি করা যায়।বা কি কি আইনি পদক্ষেপ নেওয়া রায় সেগুলি নিয়ে চিন্তাভাবনা করছে পুলিশ।এর আগেও ডেবরা এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল।সেগুলিতে পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। এবারে কি হয় সেদিকেই তাকিয়ে ওই গৃহবধুর পরিবার।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ধরনের ঘটনা যাতে কেউ না ঘটায় তার জন্য জেলা জুড়ে ক্যাম্পও করা হয়েছে বলে সুত্রের খবর।
Digbijoy Mahali