TRENDING:

West Medinipur News: পশ্চিম মেদিনীপুর জেলার নতুন এসপি, জরুরি ভিত্তিতে দায়িত্বে আইপিএস কুলদীপ 

Last Updated:

কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনের নির্দেশে বদল করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। আপতকালীন ভিত্তিতে মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সোনাওয়ানে কুলদীপ সুরেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনের নির্দেশে বদল করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। আপতকালীন ভিত্তিতে মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সোনাওয়ানে কুলদীপ সুরেশ। নির্বাচনের আগে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। মঙ্গলবারই তাঁকে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এসপি বদল ঘিরে রাজনৈতিক মহলে বেশ জোর জল্পনা শুরু হয়েছে।
নতুন পুলিশ সুপার
নতুন পুলিশ সুপার
advertisement

আরও পড়ুনঃ  কলকাতার ভোটের আগে বিরাট ঘটনা, এবারের ভোটে প্রথম এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

তরুণ বাঙালি পুলিশ সুপার ধৃতিমান সরকারের জায়গায় পশ্চিম মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার (SP/ Superintendent of Police) হলেন আইপিএস সোনাওয়ানে কুলদীপ সুরেশ (IPS Sonawane Kuldip Suresh)। নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার (২১ মে) থেকে আইপিএস ধৃতিমান সরকারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নির্বাচনের কমিশনের (Election Commission of India) তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (Chief Election Officer) তেমনই নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

উল্লেখ্য যে, সোমবার সন্ধ্যাতেই নির্বাচন কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, পশ্চিম মেদিনীপুরের SP ধৃতিমান সরকারকে লোকসভা নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন কোনও পদে বদলি করা হচ্ছে। তাঁর পরিবর্তে তিন জন আইপিএস অফিসারের নাম চেয়ে পাঠিয়েছিলেন নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমার। মঙ্গলবার তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হয়েছে 2016 ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ সুরেশ-কে।

advertisement

View More

প্রসঙ্গত, মেদিনীপুরের দু’টি লোকসভা আসনে (মেদিনীপুর ও ঘাটাল) নির্বাচন আগামী ২৫ মে। তার ঠিক ৫ দিন আগেই জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার-কে বদলির নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। আইপিএস দীনেশ কুমারের পর তিনি ২০২৩ সালের ৯ মার্চ থেকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। তবে এমন নির্দেশিকায় জোর জল্পনা শুরু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোয় ছিল না, কালীপুজোয় খুশিতে ডগমগ করছেন বাঁকুড়ার শিল্পীরা। হঠাৎ কী হল?
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পশ্চিম মেদিনীপুর জেলার নতুন এসপি, জরুরি ভিত্তিতে দায়িত্বে আইপিএস কুলদীপ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল