আরও পড়ুনঃ কলকাতার ভোটের আগে বিরাট ঘটনা, এবারের ভোটে প্রথম এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
তরুণ বাঙালি পুলিশ সুপার ধৃতিমান সরকারের জায়গায় পশ্চিম মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার (SP/ Superintendent of Police) হলেন আইপিএস সোনাওয়ানে কুলদীপ সুরেশ (IPS Sonawane Kuldip Suresh)। নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার (২১ মে) থেকে আইপিএস ধৃতিমান সরকারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নির্বাচনের কমিশনের (Election Commission of India) তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (Chief Election Officer) তেমনই নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
উল্লেখ্য যে, সোমবার সন্ধ্যাতেই নির্বাচন কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, পশ্চিম মেদিনীপুরের SP ধৃতিমান সরকারকে লোকসভা নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন কোনও পদে বদলি করা হচ্ছে। তাঁর পরিবর্তে তিন জন আইপিএস অফিসারের নাম চেয়ে পাঠিয়েছিলেন নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমার। মঙ্গলবার তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হয়েছে 2016 ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ সুরেশ-কে।
প্রসঙ্গত, মেদিনীপুরের দু’টি লোকসভা আসনে (মেদিনীপুর ও ঘাটাল) নির্বাচন আগামী ২৫ মে। তার ঠিক ৫ দিন আগেই জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার-কে বদলির নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। আইপিএস দীনেশ কুমারের পর তিনি ২০২৩ সালের ৯ মার্চ থেকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। তবে এমন নির্দেশিকায় জোর জল্পনা শুরু হয়েছে।
রঞ্জন চন্দ